তানিয়া আক্তার স্টাফ রিপোর্টার:নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ২ যুবককে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সিরাজগঞ্জে আটক আটক করেছে সিরাজগঞ্জ জেলার গোয়েন্দা(ডিবি)পুলিশ।আটককৃতরা হলেন,লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের শাহাদাত হোসেন @ সাদার ছেলে ও ঐতিহাসিক ভেল্লাবাড়িয়া হযরত বাগুদেওয়ান (রাঃ)মাজার মসজিদ কমিটির সন্মানিত সদস্য এবং দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার একনিষ্ঠ সহচর শামীম আহমেদ(৩০)ও একই ইউনিয়নের মনিহারপুর গ্রামের শহিদুল ইসলাম দপ্তরির ছেলে ইমন আলী(২০)।
সূত্রে জানা গেছে,সোমবার(২১শে আগষ্ট-২৩)সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনের সম্পা সুইটস্ হোটেলের সামনে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে তাদের ২ জনকে আটক করা হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলার গোয়েন্দা(ডিবি)পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়,গোপন তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করে ডিবি পুলিশ।পরে তাদের নামে মামলা রুজু করে মঙ্গলবার(২২শে আগষ্ট-২৩)আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।