নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান তার নির্বাচনী এলাকায় পোস্টার টাঙ্গালে ও তার মিছিলে আসলে নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন নৌকা প্রার্থীর বিরুদ্ধে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে তার নির্বাচনী এলাকায় গণসংযোগ চালানোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন ।
এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতিক নিয়ে রাজশাহী-৫ আসন থেকে নির্বাচন করতে যাওয়া ওবায়দুর বলেন, সোমবার নির্বাচনী প্রতীক পাওয়ার পর এলাকায় পোস্টার টাঙ্গাতে গেলে আমার পোস্টার টাঙ্গাতে দেয়নি আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার ক্যাডার বাহিনী।
এদিন তার নির্বাচনী প্রচার মিছিলে অংশ নেওয়ায় তার সমর্থকদের মামলা ও তুলে নেওয়ার হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন এই প্রার্থী।
নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার জন্য প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন তিনি ।