হেলাল হোসেন কবির: দিনভর স্কাউটে ইউনিট লিডার, গ্রুপ সভাপতি ও কাব শিশুগণের মধ্যে উপস্থিত মেধা যাচাই ও শিক্ষনীয় বিষয়ের উপর আনন্দ ও উল্লাস নিয়ে সমাপনী ঘটেছে।
মঙ্গলবার (১৪ মার্চ) দিনব্যাপী লালমনিরহাট সরকারি কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস সদর উপজেলার আয়োজনে এ স্কাউট ডে ক্যাম্প-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলার স্কাউটস সভাপতি জান্নাতআরা ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা শিক্ষা অফিসার আব্দুল বারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত ফেরদৌসী বেগম বিউটি, দিনাজপুর অঞ্চলের স্কাউটস আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) মুক্তা লাল রায় ঈশোর, নির্বাহী কমিটির সদস্য সেকেন্দার আলী সরকার, স্কাউটস লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সহকারী পরিচালক পূরবী সরকার শম্পা, রোভার স্কাউটস জেলা সম্পাদক আরমান রহমান, লালমনিরহাট জেলা স্কাউটস সম্পাদক মোজাম্মেল হক।
এ সময় লালমনিরহাট জেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক লিয়াকত আলী ভূঁঞা, স্কাউট লিডার আনওয়ারুল হক খান, লালমনিরহাট সদর উপজেলা স্কাউটস সম্পাদক একরামুল হক সরকার, যুগ্ম সম্পাদক আব্দুস ছালাম, কমিশনার আলেয়া ফেরদৌসী লাকী, সহকারী কমিশনার (আইসিটি) রাজিবুর রহমানসহ বাংলাদেশ স্কাউটসের অন্যান্য সদস্য, ইউনিট লিডার, গ্রুপ সভাপতি ও কাব শিশুগণ উপস্থিত ছিলেন।