আহসান হাবীব স্টাফ রিপোর্টার:নোয়াখালীর সুবর্ণচরে ঘনবসতিপূর্ণ কৃষি এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন সুবর্ণচর উপজেলা নাগরিক সমাজ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, সুবর্ণচর উপজেলায় ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে অসংখ্য ইট ভাটা, প্রশাসনের নিয়ম নীতি তোয়াক্কা না করে বছরের পর বছর চালিয়ে যাচ্ছে অবৈধ ইট ভাটা। কয়লার পরিবর্তে পোঁড়ানো হচ্ছে কাঠ। ধোঁয়া নির্গামনের জন্য জিগ জাগ ভাটা ছিমনী দেওয়ার নিয়ম থাকলেও মানছে না কেউ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এমনকি ঘনবসতিপূর্ণ ও কৃষি এলাকায় গড়ে উঠেছে এইসব ইট ভাটা।
অতিরিক্ত কাঠ পোড়ানোর ফলে নির্গত হচ্ছে ধুলিকর্ণা, পার্টিকুলেট কার্বন, কার্বন মনোক্সাইড, সালফারের এবং নাইট্রোজেনের অক্সাইডসমূহ যা চোখ ও ফুসফুসে শ্বাসনালীকে মারাত্মক প্রভাব ফেলে। এছাড়া ফসলী জমির টপ সয়েল নিয়ে যাওয়ার কারণে উর্বরতা কমে যায়। সুবর্ণচর উপজেলায় ড্রাম চিমনি দিয়ে গড়ে উঠেছে ১১টির মত অবৈধ বাংলা ইটভাটা,খাদ্য ভান্ডারখ্যাত সুবর্ণচরে খাদ্য উৎপাদনে মারাত্মক বিপর্যয় নেমে এসেছে, আমরা অবৈধ ইটভাটা বন্ধের জোর দাবী জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক বেলাল হোসেন সুমন, প্রভাষক কামাল উদ্দিন,
আরমান হোসেন,গোলাম ছাওয়ার, বাচ্চু মিয়, শাকিল হোসেন প্রমুখ।
পরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা, স্বারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন সরকার বলেন, আপনাদের দাবীর সাথে সরকার একমত রয়েছে, অবৈধ ইটভাটা বন্ধ করা হবে এবং কৃষি জমি নষ্ট করে কোন ইটভাটা করতে দেওয়া হবে না।