1. mahadihasaninc@gmail.com : admin : Md Salman
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
সারাদেশ নৌকার বিজয়ের অপেক্ষায়: দারা  - dailybanglarpotro
  • January 24, 2025, 9:35 pm

সারাদেশ নৌকার বিজয়ের অপেক্ষায়: দারা 

  • Update Time : Tuesday, December 19, 2023
  • 179 Time View

নিজস্ব প্রতিবেদক:রাজশাহী-৫ (পুঠিয়া, দূর্গাপুর) আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক দুইবারের এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেছেন,  সারা বাংলাদেশর মানুষ আগামী ৭ জানুয়ারি নৌকার বিজয়ের অপেক্ষায় রয়েছে। কারন দেশের সাধারণ মানুষ উন্নয়ন চায়, শান্তি চায়। তারা সহিংসতা আর ষড়যন্ত্রের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও ঐকান্তিক প্রচেষ্টায় দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। চলমান এ উন্নয়নে সাধারণ মানুষ খুশী। তারা উন্নয়ন চায়, শান্তি চায়। অপরদিকে দেশবিরোধী ও স্বাধীনতা বিরোধীরা এ উন্নয়ন অগ্রযাত্রায় ঈর্শান্বিত হয়ে নানা রকমের ষড়যন্ত্র ও সহিংসতা করছে যা সাধারণ মানুষের কাছে পরিস্কার। একারনেই সারাদেশের শান্তিপ্রিয় সাধারণ মানুষ আগামী ৭ জানুয়ারি নৌকার বিজয়ের অপেক্ষায় রয়েছে। কারন তারা উন্নয়ন চায়, শান্তি চায় এবং সহিংসতা আর ষড়যন্ত্রের বিরুদ্ধেও তারা কঠোর অবস্থানে  রয়েছেন।

এসময় দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি আজাহার আলী, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গফু্র আলী, সাধারণ সম্পাদক নাজমুদ সাদাত নজম, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: আহসান সহ অঙ্গসহযোগী  সংগঠনের নেতাকর্মী ও বিপুল পরিমাণ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category