বিশ্ব মানবতার মা, বাংলাদেশের আধুনিক গণতন্ত্রের কালজয়ী রূপকার, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক হত্যার হুমকি প্রদান করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাবেক রাজশাহী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জ্বনাব এ, বি,এম শাখাওয়াত হোসেন বাশার।
সোনালী যুগের সাবেক এই ছাত্রনেতা বলেন,
” ২০০০ সাল থেকেই চাঁদের নেতৃত্বে রাজশাহীর বিভিন্ন অঞ্চলে জ্বালাও পোড়াও হত্যা খুনের ত্রাস কায়েম হয়। পুঠিয়ায় মুক্তিযোদ্ধা তাসের হত্যা সহ বহু সন্ত্রাসের হোতা সে। বানেশ্বরে ২০০১ সালের নির্বাচনের পূর্বে আওয়ামীলীগের শান্তিপূর্ণ মিছিলে মধ্যযুগীয় বর্বরতা প্রদর্শনের মাধ্যমে ইট পাটকেল নিক্ষেপ ও গুলি করে গণতন্ত্রের চর্চা কে রাজনৈতিক ধারাপাতের বাইরে এনে দেয়। এই লোকের কারণে রাজশাহী অঞ্চলে গণতন্ত্র আন্তর্জাতিকভাবে পরিপূর্ণতা পায়নি। রাজনৈতিক শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতার লেশমাত্র নেই। গুন্ডামি সাথে অস্ত্রের ঝনঝনানি আর পেশি শক্তি দিয়ে জঙ্গিদের মত একগুয়েমি মানসিকতা তার।
বাংলা ভাই নামক জঙ্গিদের মদদ দাতা তথাকথিত এই জঙ্গি চেতনার বিএনপির নেতা এখনই যে উগ্র অনৈতিক অসাংবিধানিক বক্তব্য রাখছে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের আইন শৃংখলা পরিস্থিতির সর্বোচ্চ অবনতি হবে এতে কোনই সন্দেহ নেই। আমি বিশ্বাস করি আল্লাহ্ শেখ হাসিনার নিরাপত্তার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। পাশাপাশি বাংলাদেশের মানুষের দোয়া শেখ হাসিনার পাশে আছে ইনশাআল্লাহ। আন্তর্জাতিকভাবে পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্রের নেতারা শেখ হাসিনাকে অত্যন্ত সন্মান করেন। বিশেষ করে এশিয়া, ইউরোপ, আমেরিকা আফ্রিকায় আজ শেখ হাসিনা আন্তর্জাতিক নেতৃত্বের সারিতে পৌঁছে গিয়েছেন। কাজেই বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিওপির নীল নক্সা স্পষ্ট হয়ে গিয়েছে। তাই প্রশাসনের প্রতি দাবি অবিলম্বে এসব নীল নক্সার নেপথ্যের এবং সম্মুখের কুশিলবদের গ্রেফতার করুন। পাশাপাশি আওয়ামী পরিবার এবং গণতান্ত্রিক সকল সংগঠনকে সচেতন থেকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
তাহলে অবশ্যই সকল চক্রান্ত ব্যর্থ করে গণতান্ত্রিক, উন্নত, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ সারা বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।