চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর খোয়াড় মোড়ে নজরুল সুপার রাইস এর বিক্রয় কেন্দ্র শুভ-উদ্বোধন হতে যাচ্ছে ।
আগামী ১৫ জুলাই শনিবার রহনপুর খোয়াড় মোড়ে নজরুল সুপার রাইস এর বিক্রয় কেন্দ্র কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন মেসার্স নজরুল অটো রাইস মিলর্স এর চেয়ারম্যান আলহাজ্ব মনোয়ারা বেগম।
গ্রাহকগণ নজরুল সুপার রাইস এর বিক্রয় কেন্দ্র থেকে খুচরা ও পাইকারি সকল পণ্য সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন।
মেসার্স নজরুল অটো রাইস মিলর্স এর সিইও মোঃ নাদিমুল ইসলাম ইসলাম বলেন: নজরুল সুপার এর সকল পণ্য মানে,গুনে ও স্বাদে অতুলনীয় আপনারা এখন থেকে এখানে খুচরা ও পাইকারি সকল পণ্য সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন এটি মেসার্স নজরুল অটো রাইস মিলর্সের একটি নতুন শাখা। আমি অত্র প্রতিষ্ঠানের সাফল্য কামনা করছি তাদের উপার্জিত লভ্যাংশের অনেক টাকা তারা মানবসেবা, শিক্ষাখাত, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজে তারা তাদের সাধ্য মত ব্যায় করেন।