হাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক মোঃ আক্কাস আলী তার ধানি জমিতে ব্রিধান ৮৯ চাষ করেছিলেন। আজ (১১ই মে ২০২৩, বৃহস্পতিবার) ব্রিধান ৮৯ এর নমুনা শস্য কর্তন করে লক্ষ্য করা যায় বিঘা প্রতি এর বাম্পার ফলন। দেখা গেছে ব্রিধান ৮৯ চাষে প্রতি হেক্টর জমিতে ফলন এসেছে ৯.৭১৪ মেট্রিক টন। যা বিঘা প্রতি ৩২.৩৮ মন। এমন ফলনে কৃষক আক্কাস আলী অত্যন্ত খুশি।
নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ (উপপরিচালক) কৃষিবিদ ড. পলাশ সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), ডিএই, কৃষিবিদ মোঃ মাসুদ আহমেদ। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার (উপসহকারী) মোঃ সুনাইন বিন জামান। নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তাসহ প্রায় ৫০ জন কৃষক।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রিধান ৮৯ চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে আজ নমুনা শস্য কর্তন অনুষ্ঠানের আয়োজন করে। ব্রিধান ৮৯ এর বাম্পার ফলন দেখে উপস্থিত কৃষকরা আগামীতে ব্রিধান চাষের কথা ব্যক্ত করেন।
হাফিজুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মোবাইলঃ ০১৩০৭১১৯২১১