বেনাপোল প্রতিনিধিঃশার্শার নিজামপুর ইউনিয়ন ও বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক হাজ্বী মো: বাবলু মিয়া ও আহবায়ক কমিটির সদস্য কবির উদ্দীন এবং মফিজুর রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
নিজামপুর ইউনিয়নে ইদ্রিস আলীকে আহবায়ক ও আবুল কাশেমকে যুগ্ন আহবায়ক নির্বাচিত করা হয়েছে।
অপরদিকে বাগআঁচড়া ইউনিয়নে শিশির আহম্মেদ কে আহবায়ক ও এবিএস রনিকে যুগ্ন আহবায়ক নির্বাচিত করা হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক হাজ্বী মো: বাবলু মিয়া বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শার্শা উপজেলার নিজামপুর ও বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সদস্যগণ জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করবেন। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।
এদিকে দলীয় কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে কমিটি ঘোষণা করায় শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন নিজামপুর ও বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটির নেতারা।