ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি: শেখ রাসেল দিপ্তীময়-নির্ভীক, নির্মল, দুর্জয় এই প্রতিপাদ্যকে স্মরণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় শার্শা উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম, বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দিন, শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, উপজেলা কর্মকর্তা-কর্মচারীরা, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।