ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি : ধ্যানে জ্ঞানে চেতনায় মুজিব তোমায় ভুলি নাই” হাজার বছরের শ্রেষ্ট বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জম্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে যশোরের শার্শায় আওয়ামী যুবলীগের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৭ই মার্চ সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য নাজমুল হাসানের দিকনির্দেশনায় উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শার্শায় অস্থায়ী কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সরদার শাহরিন আলম বাদল,সভাপত্বিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সাইদুজ্জামান বিটন, নাভারণ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও শার্শা উপজেলা যুবলীগের সদস্য ফেরদ্দৌস চৌধুরী, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকলীগে যুগ্ম আহ্বায়ক হাজী বাবলু মিয়া,শার্শা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি অহিদুজ্জামান অহেদ, যুবলীগের সদস্য ও সাবেক মেম্বর মহিউদ্দিন আলম তোতা, যুবলীগ নেতা কাজী মালিকুজ্জামান সুজন যুবলীগ নেতা কমিরুজ্জামান কবির, শামিনুর রহমান, আওয়ামী লীগ নেতা আয়নাল হক, ওর্য়াড যুবলীগ নেতাআব্দুল জব্বার,রেজাউল ইসলাম, আলী কদর, বাবলুর রহমান, রাসেল হাসান, ছাত্রলীগ নেতা ডিকুল, সাসেল সহ শার্শা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহযোগী অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।