1. mahadihasaninc@gmail.com : admin : Md Salman
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
শার্শায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিউনিটি আই সেন্টার উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা - dailybanglarpotro
  • January 19, 2025, 4:16 am

শার্শায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিউনিটি আই সেন্টার উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা

  • Update Time : Monday, October 16, 2023
  • 218 Time View

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে “কমিউনিটি আই সেন্টার” উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “কমিউনিটি আই সেন্টার” স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে চতুর্থ পর্যায়ে ৭টি বিভাগে ২৮টি জেলার ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৬৫টি কমিউনিটি আই সেন্টার-এর সাথে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অবস্থিত কমিউনিটি আই সেন্টারের শুভ উদ্বোধন করেন।
সোমবার সকাল ১০টায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিটিউট থেকে সরাসরি শার্শা উপজেলা অডিটোরিয়াম কমপ্লেক্সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার তবিবুর রহমান, খুলনা অ্যাডিশনাল ডিআইজি জয়দেব চৌধুরী, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার, বিপিএম(বার) পিপিএম, যশোর জেলা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, উপজেলা ভুমি কমিশনারদের ফারজানা ইসলাম, শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাক্তার আঃ সালাম, বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, স্বাস্থ্যকর্মীগণ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category