ইকরামূল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ ইন্টারনেটে তথ্য পেলে জনগণের শান্তি মেলে”
এ শ্লোগানে যশোরের শার্শায় ব্যাপক উৎসাহ ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপন হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর)সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শার্শার সড়কে র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা,মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেনসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।