তানিয়া আক্তার স্টাফ রিপোর্টার:নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের বিলমাড়িয়া বাজারে জমি-জমা নিয়ে বিরোধের জেরে জনসম্মুখে প্রকাশ্যে মধ্য যুগীয় কায়দায় হাতুড়ি ও রড দিয়ে টিনু নামের এক যুবককে পিটিয়ে আহত করার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা হলেন,একই ইউনিয়নের ভাঙ্গাপাড়া এলাকার পান্জু মোল্লার ছেলে লিটন মোল্লা(৩৫),মৃত মুক্তার মোল্লার ছেলে পান্জু মোল্লা(৫৫),মৃত রব্বেল মোল্লার ছেলে শহিদ মোল্লা(৪০),রনজিত মোল্লার ছেলে সেন্টু মোল্লা(৪২),ডাবলু মোল্লার ছেলে রাকিব মোল্লা(২২),মতা মোল্লার ছেলে রোহান মোল্লা(৩৮) ও মৃত মোক্তার মোল্লার ছেলে সাহাবুল মোল্লা(৬০)।
অভিযোগ সূত্রে জানা যায়,গত মঙ্গলবার (৩রা অক্টোবর-২৩) বিকেল সাড়ে ৫ টার দিকে বিলমাড়ীয়া বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদ গেটের সামনে তাইফুল ইসলাম টিনু(৩০) বাজারে থেকে বাড়ী ফেরার সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আতর্কিত ভাবে লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পেটাতে থাকলে টিনু আহত হয়ে মাটিতে পড়ে যায় এবং তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তার বাড়ীতে পাঠিয়ে দেন।পরে আহত টিনুর শারীরিক অবস্থা খারাপ হলে তার পরিবারের লোকজন সরাসরি রাজশাহী নিয়ে গিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।সেই সাথে
রাজশাহী মেডিকেল কলেজের প্রতিবেদন অনুযায়ী জানা যায় টিনু মোল্লার ডান হাত ও বাম পা ভেঙ্গে গেছে।
এ বিষয়ে বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু সংবাদ কর্মীদের জানায়,জমি-জমাকে কেন্দ্র করে অনেক বার বিচার সালিশ করা হয়েছে তাতে কোন সমাধান আসেনি,এবং আমার জানা মতে এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
অভিযুক্তরা সংবাদ কর্মীদের জানায় ৭ নং আসামি ঘটনা স্থলে ছিলেন না,তাছাড়া বাদী ২ নং আসামির চাউলের দোকান থেকে ১ বস্তা চাউল চুরি করে বের হওয়ার সময় উপস্থিত লোকজন তাকে মারপিট করে।তারা আরও বলেন বাদীর নামে চুরি সহ বিভিন্ন মামলা আছে থানায়।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জল হোসেন জানান,ঘটনার দিন-ই রাতে আহত তাইফুল ইসলাম টিনুর ভাই কামরুল মোল্লা বাদী হয়ে ৭ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আসামী গনের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।