লালপুরের বসন্তপুর এলাকায় পুকুরে পানি তোলার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মাছ চাষীর মৃত্যু
Update Time :
Thursday, February 1, 2024
261 Time View
মেহেরুল ইসলাম নাটোর: নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বসন্তপুর এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে শফিকুল ইসলাম(৪০)নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(০১লা ফেব্রুয়ারি-২৪) বিকাল ৩টার দিকে বসন্তপুর এলাকায় এঘটনা ঘটে।মৃত শফিকুল একই এলাকার ছুরাপ আলীর ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)নাছিম আহম্মেদ বলেন, বাড়ির পাশে পুকুরে মাছ চাষ করেন শফিকুল।পুকুরে পানি শুকিয়ে যাওয়ায় পানি উত্তোলনের জন্য মোটরের লাইন দিলে তাৎক্ষণিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।