নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ৫মে আনুমানিক রাত ২টার সময় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বসুয়া পশ্চিমপাড়া আলীর মোড় এলাকায় অপারেশন পরিচালনা করে নগদ- ২,১৮,৯৯০/- দুই লক্ষ আঠার হাজার নয়শত নব্বই টাকা মোটরসাইকেল-০৩টি, মোবাইল ফোন-১০টি, সীমকার্ড-১৭ টি, মেমোরিকার্ড-০৭টি, প্লেয়িং কার্ড (তাস)-১৪ সেট, বেড সীট-১টি উদ্ধার করেন এবং জুয়াড়ী আসামী মোঃ
রবিউল ইসলাম (৩২), পিতা-মোঃ দেহেজুল ইসলাম, গ্রাম-নিমতলা মোড়, মোঃ শাহিন আলী
মিঠু (৪০), পিতা-মৃত সোলেমান শেখ,গ্রাম-বহরমপুর ব্যাংক কলোনী, মোঃ তরুন (৪৫), পিতা-মৃত কাজী মিজানুর রহমান, গ্রাম-সিপাহীপাড়া, মোঃ আরিফুল ইসলাম (৩১), পিতা- মৃত আক্তারুজ্জামান, গ্রাম-লক্ষীপুর প্যারামেডিকেলপাড়া, মোঃ সাইদুল ইসলাম (৪৮), পিতা-মৃত আবুল হোসেন খান, গ্রাম-লক্ষীপুর, সর্ব থানা-রাজপাড়া,শ্রী রুপলাল (৪৫), পিতা-মৃত শ্রী
পতিরাজ, গ্রাম-হরিয়ান চিনিকল (হরিজং কলোনী)মোঃসম্রাট
(৩৫), পিতা-মৃত জিন্নাত আলী, গ্রাম-চরখানপুর পশ্চিম পাড়া, উভয় থানা-কাটাখালী,মোঃ সোহেল রানা (৩৫), পিতা-মোঃ জামাল উদ্দিন, গ্রাম-শালবাগান (আসাম কলোনী), থানা-চন্দ্রিমা,মোঃ জয়নাল আবেদীন (৩৫),
পিতা-মৃত আলিমুদ্দিন শেখ, গ্রাম-কাঁঠালবাড়িয়া, থানা-কাশিয়াডাঙ্গা, সর্ব রাজশাহী মহানগর‘কে গ্রেফতার করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি,
মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন
বসুয়া পশ্চিমপাড়া আলীর মোড়ে মোঃ মামুন এর জমির উপর নির্মিত টিনের ঘরের ভিতর কতিপয় ব্যক্তি তাসের মাধ্যমে টাকা দিয়ে জুয়া খেলছে। বিষয়টি জানা মাত্রই উক্ত
ঘটনাস্থল টিনের ঘরের ভিতর পৌছে আসামীগনদের জুয়া খেলারত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উক্ত ঘটনাস্থল ঘেরাও করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে জুয়া খেলার আসর হতে পালানোর চেষ্টা কালে উপরোক্ত আসামীগনদের ঘটনাস্থলেই র্যাবের টিম হাতে-নাতে আটক করে।
উক্ত আসামীদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় জুয়া আইনে মামলার প্রক্রিয়া চলছে।