স্টাফ রিপোর্টারঃ শোসন বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য লেনিন আজও সারা বিশ্বে প্রাসঙ্গিক। দুনিয়া কাপানো রুশ বিপ্লবের মহান নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের ১০১ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪ টায় নগরীর শিরোইলে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সভাপতি ভাষাসৈনিক পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।
জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী বাশেদ হোসেন প্রামানিক।
বক্তারা বলেন, লেনিনের আদর্শকে ধারণ করেই বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা সম্ভব। গুণগত পরিবর্তন আসলেই রাজনীতিতে যে লুটপাটের কালচার শুরু হয়েছে তা বন্ধ হয়ে যাবে। লেনিন প্রতিষ্ঠিত সোভিয়েত রাশিয়ার বীর জনতা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানকে পরাজিত করে বিশ্বকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছিল। সে কারণে সারা বিশ্বের মানুষ সাবেক সোবিয়েত ইউনিয়নের প্রতি কৃতজ্ঞ।
বক্তারা আরো বলেন, লেনিনের নেতৃত্বের কারণেই দুনিয়া কাঁপানো রুশ বিপ্লব সম্পন্ন হয়েছিল এবং এই বিপ্লবের মাধ্যমে পৃথিবীতে ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছিল। লেনিন তার জীবনটা সারা বিশ্বের মানুষের জন্য উৎসর্গ করেছিলেন।
সভায় বক্তব্য রাখেন বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক এসএম আব্দুল মুগনি নিরো, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা মাসুদ রানা সরকার, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান রিপন, মানবাধিকার কর্মী মোঃ মোস্তফা কামাল ইমন, প্রকাশকালের চীফ রিপোর্টার শেখ রুমেল।