আশিকুল ইসলাম, রাজশাহীঃদেশ আজ লুটেরাদের হাতে জিম্মি হয়ে আছে। ৩০ লাখ শহীদের রক্তে কেনা স্বাধীনতার স্বাদ পেতে হলে দেশকে অবশ্যই লুটেরা মুক্ত করতে হবে। লুটেরা রায় আজ দেশ ও জনগণের প্রধান শত্রু। এরাই দেশের টাকা বিদেশে পাচার করছে দেশের অর্থনীতি ধ্বংস করছে। এরা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে, কলা গাছ বটগাছ হচ্ছে, বটগাছ জোড়া বটগাছ হচ্ছে। তাই মুক্তিযুদ্ধের চেতনায় লুটেরা দের বিরুদ্ধে সোচ্চার হতে হবে তবেই বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আজ সোমবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত ১৮ ডিসেম্বর রাজশাহী মুক্ত দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার পরিচালনায় আলোচনা রাখেন- সেক্টর কমান্ডার ফোরাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক সিনিয়র সায়ংবাদিক ওয়ালিউর রহমান বাবু, স্মৃতি পরিষদের যুগ্ম সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক ডা. রোকনুজ্জামান রিপন আশিকুল ইসলাম উপপ্রচার সম্পাদক জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ প্রমুখ। আলোচনা সভার শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।