নিজস্ব প্রতিবেদক : নগরীতে চার শতাধিক অসহায় ও স্বল্প আয়ের মানুষের হাতে ইফতার তুলে দিল রাজশাহী মহানগর আওয়ামী লীগ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা অসহায় ও স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা প্রদান করেছেন। সেইলক্ষ্যে, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে পবিত্র মাহে রমজানের ১১তম রোজায় নগরীর কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পথচারী রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ রুহুল আমিন প্রমানিক, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বদরুজ্জামান খায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য আশরাফ উদ্দিন খান, মোঃ ইসমাইল হোসেন, মোঃ মুশফিকুর রহমান হাসনাত, মুজিবুর রহমান, মাসুদ আহম্মেদ, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।