তানিয়া আক্তার স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় মাদক চুরি ও ছিনতাইসহ বিভিন্ন মামলার ১১ জন আসামিকে আটক করেছেন পুঠিয়া থানা পুলিশ। এদের মধ্যে একজন রয়েছেন মহিলা। এদের সবাইকে বিভিন্ন মামলায় কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে সিরাজগঞ্জ, নাটোর, এবং পুঠিয়া উপজেলার আসামি রয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) দিবাগত রাতে বিভিন্ন জায়গা থেকে এদের গ্রেপ্তার করা হয়।
আটককৃত আসামিরা হলেন, পুঠিয়া থানার মামলা নং-১৫ তাং-২১/০৮/২৩ খ্রিঃ ধারা- দি আর্মস এ্যাক্ট ১৮৭৮ এর ১৯ (এফ) এর আসামি ১। মোঃ নাদিম হায়দার (২৮), পিতা-মোঃ আঃ সালাম মৃধা, সাং-মল্লিকহাটি, ২। মোঃ আঃ মমিন(২৫), পিতা-মোঃ চান প্রাং, সাং-পশ্চিম কান্দিভিটা, উভয় থানা-নাটোর সদর, জেলা-নাটোর। ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারায় গ্রেফতার আসামি
১। মোঃ মাইনুল ইসলাম (৩৬), পিতা- মৃত মকবুল হোসেন, সাং- বানেশ্বর পূর্বপাড়া, ২। মোঃ ইদ্রিস ওরফে বয়ান (৪৮), পিতা-মৃত আকালু, সাং-খুটিপাড়া, ৩। মোঃ জাকির হোসেন (২৬), পিতা-মৃত আবুল কাশেম, সাং-নামাজগ্রাম।
৪। মোঃ জিয়ারুল ইসলাম (৪৮), পিতা-মৃত শমসের আলী, সাং-বানেশ্বর পূর্বপড়া, ৫। মোঃ সাইফুল ওরফে সমেজ (৪৯), পিতা-মৃত ময়েন উদ্দিন, সাং-নামাজগ্রাম, ৬। মোছাঃ কাজলী (৩৫), স্বামী-মোঃ লিটন জোয়ার্দার, সাং-বানেশ্বর পূর্বপাড়া, সর্বথানা-পুঠিয়া, জেলা-রাজশাহী
ও পুঠিয়া থানার মামলা নং ০৮ তারিখ ০৮/০৪/২০২৩ ধারা ৩৫ বিদ্যুৎ আইন ২০১৮ এর রিমান্ডের আসামি ১। মোঃ জুবায়ের ইসলাম ওরফে ওয়াদুদ (৩৫), পিতা-মোঃ ফরিদ শেখ, সাং-বাঐতারা থানা-সিরাজগঞ্জ সদর
জেলা-সিরাজগঞ্জ। ২। মোঃ জিন্নাত আলী (২৩) পিতা-মোঃ নূর কবিরাজ সাং-বড় রাঙ্গামাটিয়া
থানা-পুঠিয়া, রাজশাহী
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, আমার পুঠিয়া উপজেলার মধ্যে মাদক, চুরি, ছিনতাই ও অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আমি জিরো টলারেন্স গ্রহণ করেছি। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সে যত বড়ই প্রভাবশালী ব্যক্তি হোক। আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।