স্টাফ্ রিপোর্টারঃ রাজশাহীর দূর্গাপুরে জনতা ব্যাংকের ক্যাশিয়ার আবু তালেব এর নামে রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার এই মামলা দায়ের করা হয় । বিজ্ঞ আদালত খুশি হয়ে জমির উপরে ১৪৪ জারি করেছেন এবং ওসি দূর্গাপুরকে স্থিতিশীল বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, দূর্গাপুর মডেল প্রেস ক্লাবের নামে লিজকৃত সম্পত্তিতে জোরপূর্বক একই উপজেলার গৌরীহার গ্রামের হায়দর আলীর পুত্র আবু তালেব গত ৩ মে ২০২৩ তারিখ হইতে রাতের অন্ধকারে জোরপূর্বক পুকুর খনন কাজ শুরু করে। ওইদিনই দূর্গাপুর মডেল প্রেসক্লাব বাদী হয়ে একটি লিখিত এজাহাত দায়ের করেন। এরপর দূর্গাপুর থানা পুলিশ ৭ মে পর্যন্ত পুকুর খনন বন্ধ রাখেন।
আবারও অলৌকিক ক্ষমতার কারণে ৮ মে রাত্রি ১০টা থেকে আবারো জোরপূর্বক পুকুর খন শুরু করেন। বিষয়গুলো নিয়ে(এএসপি) পুঠিয়া সার্কেল ও দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ কে অবগত করলে, তাহারা পুকুর খনন বন্ধ করার আশ্বাস প্রদান করেন।
এরপরেও পুকুর খনন বন্ধ না করিলে। দূর্গাপুর মডেল প্রেসক্লাব বাদী দিয়ে। পুকুর খনন বন্ধের দাবিতে। গত বুধবার জেলা প্রশাসক, রাজশাহীর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এরপরেও দূর্গাপুর মডেল প্রেসক্লাবের জমিতে পুকুর খনন বন্ধ না করিলে, দূর্গাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি বাদী হয়ে, গত বৃহস্প্রতিবার রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর একটি ১৪৪ /১৪৫ ধারা মামলা দায়ের করেন।
বিজ্ঞ ম্যাজিস্ট্রেট খুশি হয়ে জমির উপরে পরবর্তী তারিখ পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন এবং ওসি দূর্গাপুর কে পরবর্তী তারিখ পর্যন্ত উক্ত মডেল প্রেসক্লাবের জমিতে স্থিতিশীল বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হকের সাথে কথা বলা হলে তিনি বলেন,আমি এখনো কোন ১৪৪/১৪৫ ধারার কোন নোটিশ বা অভিযোগ পাই নাই। পাইলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।