স্টাফ রিপোর্টার:রাজশাহীর দূর্গাপুরে আদালতের আদেশ অমান্য করে জোর পূর্বক বিল্ডিং নির্মান করছেন ১ নং নওপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের ইসমাইলের ছেলে মনির স্বর্নকার ও তার সহযোগীরা।
দূর্গাপুর উপজেলার শ্যামপুর মৌজার জে,এল নং ৪৬ আর, এস খতিয়ান নং ৫৩২ এর দাগ নং ৫৮০৮ বর্তমান শ্রেনী ভিটা পরিমাণ ৭ শতকের কাত ৩ শতক জমির মালিক ১, সায়েবুল্যা ২, আহাদ আলী ও ৩, আইউব আলী পশ্চিম পার্শে আগে থেকেই দখলে আছেন। অন্য খতিয়ান ভুক্ত একই দাগে মনির স্বর্নকার ক্রয় সুত্রে জমির মালিক হয়ে দখলে ছিল পূর্ব পার্শে। ইংরেজি ২৪/০৭/২০২৩ তারিখ মনির স্বর্নকার জোর পূর্বক পশ্চিম পার্শে বিল্ডিং নির্মানের কাজ শুরু করেন। বিষয়টি আহাদ আলী দিং জানতে পেরে বাঁধা দিলে মনির স্বর্নকার ও সহযোগীরা বিভিন্ন ভাবে হুমকি ধমকি এবং ভয়ভীতি প্রদর্শন করেন।
জমির মালিক আহাদ আলী বাদী হয়ে জেলা রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিঃ আদালতে ইংরেজি ২৫/০৭/২০২৩ তারিখ মামলা করেন, মামলা নং ৯৪৭ পি/২০২৩ এবং পরবর্তী সময়ে আদালত অফিসার ইনচার্জ ওসি দূর্গাপুর কে অভিযুক্ত স্থানে শান্তি রক্ষা করবেন মর্মে নির্দেশ দেন। মামলা থাকা অবস্থায় ওই জমিতে কোন পক্ষই যেতে পারবে না। এই মর্মে উভয় পক্ষ কে দূর্গাপুর থানা নোটিশের মাধ্যমে জানান। “মামলা নিষ্পত্তির পূর্ব পযর্ন্ত শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটালে আপনাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে”
উক্ত আদালতের নোটিশ অমান্য করে ইংরেজি ২৭/০৭/২০২৩ তারিখ মামলার প্রতি পক্ষ ১, মনির স্বর্নকার ২, সাইদুর রহমান সহ তার সহযোগীরা জোর পূর্বক সেই জমিতে আবার বিল্ডিং নির্মান কাজ করতে থাকেন।
বিষয়টি সরজমিনে আহাদ আলী জানতে পেয়ে বাঁধা দিলে প্রতি পক্ষ মনির স্বর্নকার ও তার সহযোগীরা বিভিন্ন ভাবে হুমকি ধমকি এবং ভয় ভীতি প্রদর্শন করেন। মামলার বাদী আহাদ আলী দূর্গাপুর থানায় অবগত করলে দূর্গাপুর থানার ওসি তদন্ত নয়নের নির্দেশে তাৎক্ষনিক এস আই জামান ও এ এস আই কামরুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আবারও প্রতিপক্ষ মনির স্বর্নকার ও বিল্ডিং এর শ্রমিকদের আদালতে পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত বিল্ডিং নির্মান কাজ বন্ধ থাকবে মর্মে সাবধান করেন।