রাজশাহীর গোদাগাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু
Update Time :
Sunday, June 30, 2024
50 Time View
স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী থানার অভয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে অভয়নগর এলাকায় হানিফ পরিবহন ও মর্ডানা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এছাড়াও আরও ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।
ওসি বলেন, নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার অভিযান এখনো চলমান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।