নিজস্ব প্রতিবেদক:রাজশাহীতে ২৭ অক্টোবর ২০২৩ তারিখ রাত্রী-১১.৩০ মিনিট এর দিকে রাজশাহী রেলওয়ে থানাধীন রাজশাহী রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে হেরোইন-১০৫ গ্রাম, মোবাইল-০১টি, সীম-০১টি উদ্ধার করেন এবং মোঃ রুহুল আমিন (৪৩), পিতা-মৃত সাবেয়ার রহমান, সাং চরভূবন পাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’কে আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, ০১ জন ব্যবসায়ী মাদকদ্রব্যসহ যাত্রীবেশে রাজশাহী রেলস্টেশনের অবস্থান করছে। সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল পাকশী রেলওয়ে জেলার রাজশাহী রেলওয়ে থানাধীন রাজশাহী রেলওয়ে স্টেশনের রেলওয়ে বাউন্ডারীর উত্তর পার্শ্বে গাড়ী পার্কিং এলাকায় পুর্ব-পশ্চিম লম্বা-লম্বি ওয়াল সংলগ্ন দুই ল্যাম্প পোষ্টের মাঝ বরাবর স্থানে পৌঁছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে র্যাবের টিম ঘটনাস্থলেই ০১ জন ব্যক্তিকে তার কাছে থাকা প্লাস্টিকের জালি বস্তার ভিতর থাকা বেগুনসহ আটক করে।
পরবর্তীতে ধৃত আসামীর হেফাজতে থাকা ০১টি লাল-হলুদ রংয়ের প্লাস্টিকের জালি বস্তা তল্লাশী করে বস্তার ভিতর থাকা বেগুনের ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ০২ টি স্ব”ছ পলিপ্যাকে রাখা হালকা বাদামী রংয়ের অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে।
তার বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।