নিজস্ব প্রতিনিধি,রাজশাহীঃরাজশাহী কোট ঢালু সংলগ্ন হড়গ্রাম মন্দিরে দেশমাতৃকার শুভ কল্যাণ কামনায় ও বিশ্ব শান্তি কল্পে ৪০ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্ত্তণ উৎসব আয়োজন করা হয়।
এই মন্দির সভাপতি অন্তত পাল এর সহযোগিতা
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নরেস মন্ডল সহযোগিতা এবং মন্দিরের গুসাই, লক্ষন চৌধুরী, মানিক চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক মাসেন ঘোষসহ কমিটির সদস্য বৃন্দু উপস্থিত ছিলেন । এই উৎসব গত রবিবার (৩মার্চ) হাজার হাজার লোক সমাগমের মধ্য দিয়ে মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলা কীর্ত্তণ উৎসবটি সাত দিন ব্যাপি সনাতন ধর্মাবলম্বী(হিন্দু) ভোগ প্রসাদ ও কীত্তর্নের মধ্য দিয়ে আজ শনিবার( ৯ মার্চ) শেষ হয়। তবে শেষদিনে ৫ হাজার লোকের সমাগম হয়েছে।
উক্ত স্থানে সভাপতি অন্তত পাল বলেন আমার খুব সমস্যাই আছি, শুনেছি এখানে বাজার নির্মিত হবে। কিন্তুু বাজার হলে আমরা ধর্মীয় আচার অনুষ্ঠান, দেব-দেবীর পূজা আর্চনার ও পরস্পর সৌহাদ্য পূর্ণ সহ অবস্থানের বর্তমানের সু-মধুর সু-সম্পর্ক বা সাম্প্রদায়িক সম্পর্ক ব্যাঘাত ঘটার সমূহ সম্ভাবনা দেখা দিবে। রাজশাহী হড়গ্রাম কাঁচা বাজার সম্প্রসারনের জন্য হড়গ্রাম মন্দিরের জমি অধিগ্রহণ না করা এবং আমাদের একটায় দাবি সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনা কাছে তাদের হড়গ্রাম মন্দির যেন কোন ভাবে বিনষ্ট না হয়। এসময় হড়গ্রাম মন্দিরের সকল সদস্য ও হিন্দু সম্প্রদায় উপস্থিত ছিলেন।