1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
রাজশাহীতে বৈষম্যমুক্ত নগরের দাবিতে আলোচনা সভা - dailybanglarpotro
  • October 4, 2024, 4:34 am

শিরোনামঃ
গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন ছাত্র-জনতার ওপর হামলা:সাবেক এমপি কালাম কারাগারে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পিস্তল, গুলি ও মদ আটক আমার দেশ প্রত্রিকার সম্পাদকের মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন রাজশাহীতে মসজিদ কমিটির কাছে ১৮ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রাজশাহীতে ইটভাটা থেকে কোটি টাকার ইট লুটপাটের অভিযোগ রাজশাহীতে বসে রংপুরে অফিস করেন বিটিসিএল এর জিএম-২ আব্দুল মালেক রাজশাহীর হুন্ডি মুকুল হাজার কোটি টাকার মালিক স্বপ্নের শহর বরিশালের উন্নয়ন থমকে দাঁড়িয়েছে”

রাজশাহীতে বৈষম্যমুক্ত নগরের দাবিতে আলোচনা সভা

  • Update Time : Saturday, September 14, 2024
  • 24 Time View

নিউজ ডেস্ক:রাজশাহীতে যুব নেতৃবৃন্দ এবং স্থানীয় সামাজিক সচেতন নাগরিকগণের অংশগ্রহণমূলক বৈঠকে একটি বৈষম্যমুক্ত নগর নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় মহানগরীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তাগণ বলেন, দ্ব্যর্থহীনভাবে শহরের প্রান্তিক, বিশেষ করে বস্তিবাসীদের নিরাপদ বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে বৈষম্য থেকে মুক্ত করা, সামগ্রিকভাবে, দুস্থ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনযাত্রার অবস্থার উন্নতির পাশাপাশি তাদের শান্তিপূর্ণ অস্তিত্ব নিশ্চিত করা জাতির সার্বিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। তাই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

এছাড়াও সর্বসম্মতভাবে লক্ষ্য করলে দেখা গেছে যে, বস্তিবাসীদের নিরাপদ আবাস নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ তারা সমাজে বিভিন্নভাবে অবদান রাখে।

শহুরে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর বৈষম্যমুক্ত মৌলিক অধিকার নিশ্চিত করাই হতে পারে সমাজের সর্বত্র সুষম উন্নয়নের সর্বোত্তম উপায়।

সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক অধিকার, বিশেষ করে বাসস্থান, বিদ্যুৎ, পানি, স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে
আসতে হবে এবং একসঙ্গে কাজ করতে হবে।

এসময় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির নির্বাহী পরিচালক প্রকৌশলী শহীদ হোসেন ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রশিদ, রাজশাহী পানি ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের উপ-ব্যবস্থাপনা পরিচালক আল্লা হাফিজ, নদী গবেষক মাহবুব সিদ্দিক, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) পরিচালক পাভেল পার্থ, সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, রাজশাহীর আঞ্চলিক সমন্বয়কারী শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন

এছাড়াও মতিউর রহমান, জাহেদা বেগম, মোফাজ্জল হোসেন এবং জয়ন্ত কুমার সহ কয়েকজন বস্তিবাসী, যারা বৈঠকে অংশ নিয়েছিলেন, তারাও তাদের করুণ চিত্র তুলে ধরে এই বিষয়ে তাদের মতামত জানিয়েছেন।

উল্লেখ্য, রাজশাহী নগরীর ১০৪টি বস্তিতে ৩৯,০৭৭ জন লোক নিয়ে প্রায় ১০,৩১৪টি পরিবার বসবাস করছে এবং তারা বহুবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই অতি দ্রুত এর পদক্ষেপ নেওয়া উচিত সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category