স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর মতিহারে পুলিশ কে তথ্য দিয়ে সহযোগিতা করায়, অত্র থানাধীন ডাশমারী এলাকার শামীম রহমান শুভ (২৩) নামের একজন যুবকে হত্যার হুমকি ও মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । এ ঘটনায় ওই যুবক গতকাল সোমবার রাতে মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন,আমি সমাজের একজন সচেতন নাগরিক। বিভিন্ন সময় আমি মাদক, ওয়ারেন্ট তামিল ও যেকোন অপকর্ম রোধে পুলিশ কে তথ্য দিয়ে সহযোগিতা করি। আমার এই ভালো কাজের দরুন সমাজের কিছু খারাপ প্রকৃতির লোক আমার ও আমার পরিবারের উপর মারাত্বক স্ক্রিপ্ত। আমি পুলিশ কে সহায়তা করার কারনে ধরমপুর ছোরাফানের মোড় এলাকর আকবর আলীর ছেলে মোঃ মেহেদী হাসান অলি(৩০), একই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে মো: সম্রাট(৩৪), গতকাল সোমবার ২৭ মার্চ বিকাল সাড়ে ৪ টায় আমার বাড়ীর সামনে এসে বলে, পুলিশ কে সহযোগিতা করলে তোকে মারধর করবো এবং যেকোন সময় অস্ত্র ও মাদক দিয়ে ফিটিং মামলা দিয়ে দেব”।
তিনি আরো বলেন, তারা যেকোন সময় আমার ও আমার পরিবারের ক্ষতি সাধন করতে পারে, বিধায় আমার ও আমার পরিবারের নিরাপত্তার স্বার্থে থানায় একটি জিডি দায়ের করেছি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি জিডি দায়ের করা হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।