নিজস্ব প্রতিবেদক:রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠ সংলগ্ন পুকুর থেকে নাভিদ ইসলাম নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে অর্ধগলিত মরদেহটি ভাসতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ। নিহত নাভিদ ইসলাম নগরীর তেরোখাদিয়া এলাকার খাদেমুল ইসলামের ছেলে।
জানা যায়, সকালে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় এক কিশোরের মরদেহ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশের খবর দিলে রাজপাড়া থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নাভিদের মা রিতা বেগম বলেন, আমার ছেলে মানসিক ভারসাম্যহীন ছিল। কিছুদিন আগে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। এরপর সবার চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়।
রাজপাড়া থানার ওসি রফিকুল হক জানান, মরদেহটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।