এসএম রুবেল চাপাইনবয়াবগঞ্জ প্রতিনিধি : রাজশাহীতে বসে পুরো নারী গ্যাং টোপ হিসেবে ব্যাবহার করে বিভিন্ন স্থান থেকে লক্ষলক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে কে এই তরুণী ফেরদৌস মারদোয়ান ওমি শুধু তাই নয় দেহ ব্যাবসার পাশাপাশি নারীকে দিয়ে চুরি,ছিনতাই,ব্ল্যাকমেল ঘরে আটকে রেখে পূর্ব পরিকল্পিত ভাবে পুরুষ নির্যাতন (নগ্ন ভিডিও) ধারণ পূর্বক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ভয় দেখিয়ে
বিভিন্ন অপরাধ মুলক কর্মকাণ্ড চালিয়ে যাবার একাধিক অভিযোগ পাওয়া যায় বিশ্বস্ত সূত্রে। অভিযোগ’র ভিত্তিতে দৈনিক অপরাধ দমনের প্রতিবেদক এসএম রুবেলের নিকট ফেসবুক মেসেঞ্জারে এক ভিডিও বার্তার স্ক্রিন রেকর্ড আসে, এতে দেখা যায় অভিযুক্ত নারী (ওমি) অপর প্রান্তের কোনও একজনের কাছ থেকে ১০ লক্ষ টাকা নেয়ার কথা অকপটে শিকারোক্তি দেয়। এ ঘটনা কেন্দ্রীক ইতিমধ্যে তার নামে রাজশাহীর বিভিন্ন থানায় অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগীরা। বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ভূক্তভূগীকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। বর্তমানে ঐ ব্যাবসায়ী তার টাকা উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে বোয়ালিয়া মডেল থানা আরএমপি, রাজশাহীতে লিখিত অভিযোগ দাখিল করেছে অভিযোগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। জানাগেছে-
ঢাকা-১২১৪ সবুজবাগ থানার উত্তর বেগুন বাড়ীর আনছার আলীর পুত্র শামসুল হক খোকনের সাথে রাজশাহী বোয়ালিয়া থানার শিরোইল মাঠ পুকুর এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম জাহিদ আলীর কন্যা মোছাঃ ফেরদৌস মারদোয়ান ওমি ওরফে জেবুর সাথে এক বন্ধুর মাধ্যমে পরিচয় ঘটে। সেই পরিচয়ের সুত্র ধরে ফেরদৌস মারদোয়ান ওমি ওরফে জেবু শামসুল হক খোকনের কাছ থেকে বিভিন্ন অজুহাতে প্রায় ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। বর্তমান
শামসুল হক খোকন তার টাকা ফেরত চাইলে ফেরদৌস মারদোয়ান ওমি ওরফে জেবু বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে বলে জানাগেছে।
এদিকে নারীদের দিয়ে চুরি ছিনতাই ব্ল্যাকমেইল সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে অপরাধ সংঘটিত করার মুলহোতা ওমিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগীরা। রাজশাহীর সচেতন মহলের দাবী অবিলম্বে এই নারী গ্যাং কে গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে বিভিন্ন উপায়ে অভিযুক্ত ওমির সাথে যোগাযোগ’র চেষ্টা করেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়ে উঠেনি।
এসএম রুবেল জাতীয় দৈনিক অপরাধ দমন ব্যুরো চিপ
রাজশাহী বিভাগ। মোবাইল নাম্বার ০১৭৫৬৯১১৯৪৬/