নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাফিউল ইসলাম শিপু(৩৫) নামের এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ৪০ হাজার টাকা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ নগরীর হেতেমখাঁ এলাকার সদর হাসপাতালে’র সামনে ব্যবসায়ী শিপুর ওপর হামলার ঘটনা ঘটে। ব্যবসায়ী শিপু হেতমখাঁ সবজীপাড়ার সেকেন্দার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শিপু নগরীর হেতেমখাঁ এলাকার সদর হাসপাতালের মোড় এলাকায় ব্যবসা করেন। সবজীপাড়ার সোহেলের ছেলে শুভ (২০), আদিলের ছেলে আলিম (২০), সেন্টুর ছেলে অরাক(২০) সহ ৫/৬ জন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মেরে জখম করে।
ব্যবসায়ী শিপু জানান, আমাকে মারধর করার পর দোকান ভাংচুর, ফুড ভ্যান গাড়ি ভাংচুর, গাড়িতে থাকা ১০ হাজার টাকা, ৭ হাজার টাকার সিগারেট লটুপাট করে নিয়েছে। প্রায় ৪০ হাজার টাকা পরিমাণ আমার ক্ষতি হয়েছে। সে সময় কাফিউল ও শুভ এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। এলাকাবাসীর সহযোগীতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি’তে ভর্তি করেন।