জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেট হামলায় নিহত শহীদ আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট ) বেলা সাড়ে ১১টায় রানীবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন।
রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড নাসরিন আক্তার মিতার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোঃ আব্দুল ওয়াদুদ দারা।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড আব্দুস সামাদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক পিনু মোল্লা, জেলা আওয়ামীলীগের সদস্য মেহুবুব রহমান চপলা, মৎস্যজিবী লীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান নয়নসহ মহিলা আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
বিএ/