1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
রাজশাহীতে ছিনতাই ও মাদক কারবারিরা পুলিশের ধরাছোঁয়ার বাইরে - dailybanglarpotro
  • December 2, 2024, 4:24 pm

শিরোনামঃ
রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (BOMA)’র নতুন সাংগঠনিক সম্পাদক নাজমা সুলতানা নীলা রাজশাহীর দূর্গাপুরে সরকারি জলাশয় দখলের অভিযোগ বাঘায় গলাকাটা মরদেহ উদ্ধার করেন পুলিশ  জুলাই গণঅভ্যুত্থানে আহত সদস্যদের পুনর্বাসন চাইলেন জামায়াত নেতাঃ-লিটন রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুল সিজারে প্রসূতির মৃত্যু, অভিযোগ পরিবারের শার্শার বাগআঁচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত  রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ছিনতাই ও মাদক কারবারিরা পুলিশের ধরাছোঁয়ার বাইরে

  • Update Time : Saturday, October 21, 2023
  • 231 Time View

নিজস্ব প্রতিবেদক:রাজশাহীতে ক্রমশ ছিনতাই ও বিভিন্ন অপরাধ প্রবণতা বাড়ছে। কিছুতেই নিয়ন্ত্রণে নিয়ে আসা যাচ্ছে না ছিনতাই চক্র কে। পুলিশের নানান কার্যক্রম ও তদারকির পরও কেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তা নিয়ে জনমনে চলছে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ। দিনদিন শান্তশিষ্ট রাজশাহী মহানগরী যেন ছিনতাইকারী ও মাদক  কারবারিদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। অনেকের ধারণা আইনের যথাযথ প্রয়োগের অভাব ও ক্ষমতাশীল দের ছত্রছায়ায়  থাকার কারণে অপরাধীদের ধরা ছোয়ার বাইরেই থেকে যাচ্ছে।

সরকার যখন সারা দেশে মাদক বিরোধী অভিযান জোরদার করেছে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলেরেন্স ঘোষণা করেছে ঠিক সে সময়ই রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনদিন অবনতি সাধারণ জনগণের মনে ভীতি সৃষ্টি হচ্ছে । প্রায়ই প্রতিদিনই মহানগরীর কোনো না কোনো এলাকায় ছিনতাই, খুন সন্ত্রাসী কার্যক্রম ঘটছে। সম্প্রতি বায়ার মোড় ও মহানগরীর মহিলা টেনিস কমপ্লেক্স এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আইনের যথাযথ প্রয়োগের অভাব, অসাধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গডফাদার দের ছত্রছায়ায় থাকার জন্য ছিনতাইকারী চক্র ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করতে প্রশাসন ব্যর্থ হচ্ছে বলে অনেকের ধারণা। মহানগরীতে ছিনতাই, চাদাবাজি, সন্ত্রাস প্রবণতার সাথে পাল্লা দিয়ে বেড়েছে কিশোর অপরাধ।  মহানগরীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের তান্ডবে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রায় লণ্ডভণ্ড হতে চলেছে। পুলিশের কাছে ছিনতাইজারি গ্রুপের বিরুদ্ধে যাবতীয় তথ্য প্রমাণ থাকলেও কোনো এক অজানা কারণে তাদেরকে আইনের আওতায় আনা যাচ্ছে না।

মাঝেমধ্যে চুনোপুঁটিদের ধরলেও মূল হোতারা ধরা ছোয়ার বাইরেই থেকে যাচ্ছে।   রাজশাহী মহানগরীর শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী জামিলুর রহমান দীপ্ত ও খন্দকার রিয়াসাত ইসলাম প্রান্ত’র দৌরাত্মে নগরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। দীপ্ত ও প্রান্ত তাদের দলবল নিয়ে মহানগরীর বিভিন্ন একাধিক সূত্রে জানা গেছে   তারা  মহানগরীর সিএন্ডবি মোড়,অলকার  মোড়, নিউমার্কেট,  হেতেম খা, হোসেনিগঞ্জ,  কলাবাগান সহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও ইয়াবা বিক্রয় করে। এলাকায় ছিনতাই করে। তারা দুজিনেই  নগরীর শীর্ষ ছিনতাইকারী। অভিযোগ উঠেছে ছিনতাই সহ এরা মহানগরীতে মোটর সাইকেল যোগে  ইয়াবা বিক্রির সাথে জড়িত। বোয়ালিয়া থানা ও ডিবি সূত্রে জানা মামলা ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে এদের বিরুদ্ধে । পুলিশের কাছে এদের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ থাকলেও এরা ধরা ছোয়ার বাইরেই রয়ে যায়। রাজনৈতিক দল গুলোর ছত্রছায়ায় এরা আরো নির্ভীক ও বেপরোয়া হয়ে উঠেছে।   ছিনতাই সম্রাট দীপ্ত ও প্রান্ত উভয়ের বাড়ি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন এলাকায়। জমিউর রহমান দীপ্ত  মহানগরীর ষষ্ঠীতলা এলস্কার আব্দুল জব্বারের ছেলে এবং প্রান্ত বোয়ালিয়া থানাধীন হোসেনিগঞ্জ এলাকার সায়রুকের ছেলে। অভিযোগ উঠেছে দীপ্ত ও প্রান্ত এই গ্রুপটি রাজনৈতিক  ব্যক্তিবর্গের সাথে সেল্ফি তুলে নিজেদের সাথে তাদের সখ্যতা জাহির করে। এব্যাপারে যোগাযোগ করা হলে প্রান্ত ও দীপ্ত এসব অভিযোগ অস্বীকার করেছেন।

পুলিশের সাথে এদের গভীর সাখ্যতার জন্য এরা পুলিশের নজরে আসে না। অভিযোগ উঠেছে এরা বোয়ালিয়া থানা পুলিশ কে বিপুল অংকের মাসোয়ারা দিয়ে থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান  দীপ্ত ও প্রান্ত প্রশাসন কে ম্যানেজ করে জেল থেকে বের হয়ে পুনরায় মাদক ব্যবসা শুরু করে। এলাকার উঠতি বয়সী তরুনদের মাদকের লোভ দেখিয়ে এরা পাড়া মহল্লায় ছিনতাই  ও মাদক ব্যবসা করে। বিভিন্ন পাড়া মহল্লায়  প্রান্ত ও দীপ্ত’র ছিনতাই ও মাদক ব্যবসা সয়লাব হলেও এগুলো বন্ধে কোনো ফলপ্রসূ কার্যক্রম গ্রহণ করতে দেখা যায় না। যারা প্রতিবাদ করবে তারাই কালো টাকার কাছে বিক্রি হয়ে নীরব ভূমিকা পালন করছে।  এলাকার মানুষের অভিযোগ প্রান্ত ও দীপ্ত এর বিরুদ্ধে প্রতিবাদ করলে তারাই উল্টো  হুমকি দেয়। তাদের ভাষ্যমতে “,ডিবি পুলিশ, সবাইকে পকেট্র রেখে চলি। বেশি কথা বললে মাদক দিয়ে ধরিয়ে দিব” তাদের অত্যাচারে অতিষ্ঠ মহানগর বাসী ভয়ে কোনো প্রতিবাদ করতে পারে না। রাজনৈতিক দলের সাপোর্টে ও আইনের যথাযথ প্রয়োগ এর অভাবে প্রান্ত-দীপ্ত দের মতো দাগী অপরাধীরে দেদারসে ঘুরে বেড়াচ্ছে এবং দিনদিন  আরও বেপরোয়া হয়ে উঠছে।  শুধু ছিনতাইকারী চক্রই নয় দমানো যাচ্ছে না কিশোর গ্যাং অপরাধও। বিভিন্ন পাড়া মহল্লায় কিশোর গ্যাংয়ের সদস্যরা চালাচ্ছে তান্ডব।  তারা পুলিশ কে বুড়ো আঙুল দেখিয়ে ত্রাস ছড়িয়ে যাচ্ছে।

সম্প্রতি মহানগর খুলিপাড়া এলাকার কিশোর গ্যাং লীডার ও মাদক ব্যবসায়ী আজিজ এর কিশোর গ্যাং  আজিজ গ্যাং ২জন কে নির্মমভাবে ধারালো অস্ত্র দিয়ে হত্যার আঘাত করে এবং একজনের হাতের কব্জি কেটে নেয়। সম্প্রতি এই গ্যাংযের সদস্যরা জামিনে মুক্ত হয়ে উক্ত এলাকায় পুনরায় ত্রাস সৃষ্টি করছে। তারা পুনরায় এলাকায় অস্ত্রসজ্জিত হয়ে পাড়া-মহল্লায় টহল দিচ্ছে। তারা কবজি বিচ্ছিন্ন হয়ে যাওয়া আহত আলতাব এর ছেলে ও মামলার বাদী সাকিব কে প্রাণে মারার জন্য মরিয়া হয়ে উঠেছে। আজিজ গ্যাং আহত আলতাবের বাড়ি ভাঙচুর করে। এই ঘটনায় ১২ই অক্টোবর  বোয়ালিয়া থানায় ১টি মামলা করা হয়েছে বলে জানা গেছে। রাজশাহীতে ” গডফাদার” দের তদবির ও ছত্রছায়ার জন্য ও কতিপয়  অসাধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য অপরাধ দমনে পুলিশ ব্যর্থ হচ্ছে।

তবে ওসি বোয়ালিয়া সোহরাওয়ার্দীর বিরুদ্ধে অনেক কর্মকর্তাই ইঙ্গিত করেছেন। এদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন, বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দীর এই চক্রটির সাথে সখ্যতা রয়েছে। কারণ তিনি এই এলাকার সন্তান এবং লেখাপড়া এখানেই। যার ফলে আমাদেরই ভালো কাজ করা সম্ভব হচ্ছে না।

জানতে চাইলে, এমন অভিযোগ অস্বীকার করে অফিসার ইনচার্জ (ওসি) বোয়ালিয়া মডেল থানা সোহরাওয়ার্দী বলেন, এদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। আমি কাজ করতে চাই। কিন্তু মাঠ পর্যায় কেউ কাজ করতে চায় না। এই চক্রটির সাথে আরএমপিতে ৩০/৪০ পুলিশ কর্মকর্তার সখ্যতা রয়েছে যারা দীর্ঘদিন রয়েছে  এখানে কর্মরত। যার ফলে কোন কাজ সম্ভব হচ্ছে না।

এবিষয়ে আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত  উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম এর মুঠোফোনে একাধিকবার ফোন দিয়ে রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category