বার্তা বিভাগ : রাজশাহীতে ঢিলেঢালাভাবে চলছে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। সতর্ক দৃষ্টি রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীরা।
রোববার (২৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সড়কে হরতালের পক্ষে-বিপক্ষে কোনো পিকেটিং বা সভা-সমাবেশ লক্ষ্য করা যায়নি। দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না।
ব্যক্তিগত যানবাহন চলাচলও ছিল খুবই কম। তবে লোকাল বাস চলাচল করতে দেখা গেছে। রাজশাহী মহানগরীর ব্যস্ততম জিরো পয়েন্ট, নিউমার্কেট, টার্মিনাল, লক্ষ্মীপুর, কোট, রেলগেট, গণকপাড়া এলাকা ঘুরে দেখা গেছে, গতরাত থেকেই বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।
এছাড়াও সড়ক ও মহাসড়কজুড়ে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। লোকাল বাস চলাচল করতে দেখা গেলেও দূরপাল্লার কোনো বাস চলাচল করতে দেখা যায়নি।
অফিসগামী মেহেদী হাসান নামে একজন বলেন, বেসরকারি অফিসে কাজ করি। যাই কিছু হোক, আমাদের অফিস করতে হবে। অফিসে না গিয়ে উপায় নেই।
ব্যাটারি চালিত অটোরিকশাচালক সাইফুল মাহমুদ জানান,পরিবার ও সংসার আছে, একদিন ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ রাখলে খাবো কি? ঝুঁকি মাথায় নিয়ে তারপরেও অটো বের করেছি।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান,
হরতালকে সামনে রেখে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।