রাজশাহী জেলার পবা উপজেলাধীন কর্ণহার থানা এলাকার দারুসা বাজারে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (অধীনস্ত) খিলগাঁও প্রেসক্লাব রাজশাহীর বিভাগীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয় মোঃ সোহেল রানা এর সভাপতিত্বে এবং মামুনুর রশিদ এর সঞ্চালনায় আজ ১০ই জুলাই রোজ সোমবার সময় ৫ঃ৩০ মিনিটে ।
উক্ত অনুষ্ঠানে সর্ব প্রথমে ফিতা কেটে উদ্বোধন করা হয় অতঃপর কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। বক্তব্যকালে কমল কুমার দেবনাথ অফিসার ইনচার্জ কর্ণহার থানা বলেন প্রেসক্লাব হচ্ছে একটি সাংবাদিকদের অফিস ও বলেন পুলিশ এবং সাংবাদিক জনগণের কারো শত্রু নয় পুলিশ জনগণকে আইনি সহায়তা প্রদান করে আর সাংবাদিকরা সমাজের এবং দেশের দর্পণ যা ঘটে যাওয়া সত্য কে সকলের সামনে উপস্থাপন করেন। তিনি খিলগাঁও প্রেস ক্লাবের পথ চলা যেন শুভ হয় এই কামনা করেন এবং আরো বলেন যেন এই প্রেস ক্লাবে কোন হলুদ সাংবাদিকের সৃষ্টি না হয় সততার সঙ্গে সাংবাদিকতা করার জন্য সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন।
পরবর্তীতে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (অধীনস্ত) খিলগাও প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ পাপ্পু চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং রাজশাহী বিভাগীয় কমিটির ঘোষণা করেন উক্ত কমিটির তালিকা হচ্ছে-
১) মোঃ সোহেল রানা (সভাপতি) ২) মোঃ খোরশেদ আলম ( সিঃসহ-সভাপতি) ৩) মোঃ মুক্তার মাহমুদ (সহ-সভাপতি) ৪) মোঃ আতিকুর রহমান (সাধারণ সম্পাদক) ৫) মোঃ আহাফুজুর রহমান (যুগ্ম সাধারণ সম্পাদক) ৬) আব্দুল হালিম কাজী (সাংগঠনিক সম্পাদক) ৭) মোঃ এনামুল (প্রচার সম্পাদক) ৮) শেখ ফরিদ (দপ্তর সম্পাদক) ৯) মোঃ মামুনুর রশিদ (কোষাধ্যক্ষ) ১০) মোসাঃ রোজিনা খাতুন (মহিলা বিষয়ক সম্পাদক) ১১) মোঃ আবুল বাশার (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক) ১২) মোঃ হাসান (কার্যনির্বাহী সদস্য) সহ আরো দশ জন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (অধীনস্ত) খিলগাঁও প্রেসক্লাব ,ঢাকা এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ পাপ্পু চৌধুরী (এম,পি) চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক ইকরা এবং কমল কুমার দেবনাথ অফিসার ইনচার্জ, কর্ণহার থানা (আর,এম,পি) রাজশাহী। মোঃ শরিফুল ইসলাম বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী এবং আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্থানীয় এবং জাতীয় পত্রিকা সহ বিভিন্ন অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।