তানজিলা আক্তার, রাজশাহী প্রতিনিধি: চলছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত ১৯তম এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-এর প্রাথমিক বাছাইপর্ব। বিভিন্ন বিভাগ ও জেলায় জেলায় ঘুরে জাতীয় প্রতিযোগীদের বাছাই করছেন এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-এর গোটা দল।
বুধবার ছিল অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-এর রাজশাহী বিভাগের বাছাইপর্ব।
রাজশাহীর বাছাই পর্বের আগে বাংলাদেশের ছয়টি জেলা ও বিভাগীয় পর্যায়ে হয়েছে এ আয়োজন। বাকি রয়েছে খুলনা, বরিশাল ও ঢাকার মতো বিভাগীয় শহরের বাছাইপর্ব।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের গ্যালারিতে অনুষ্ঠিত বাছাইপর্বে অংশ নেন বিভাগের বিভিন্ন জেলার স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
পতাকা উত্তলন ও জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় বেলা ৪টায়, এর পরপরই বাছাই পরীক্ষা শুরু হয়।
এভাবে বিভিন্ন বিভাগ ও জেলার প্রাথমিক বাছাইপর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে আগামী ৩ অগাস্ট ঢাকায় জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
জাতীয় পর্বে সিনিয়র গ্রুপের ১৫ জন এবং জুনিয়র গ্রুপের ১৫ জনসহ ৩০ জনকে নিয়ে ২১ অগাস্ট থেকে ২৮ অগাস্ট পর্যন্ত আবাসিক ক্যাম্প ও চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।
আবাসিক ক্যাম্প থেকে নির্বাচিত পাঁচজন শিক্ষার্থী, আসন্ন ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।