নিজস্ব প্রতিবেদক:রাজশাহীতে অবস্থান কর্মসূচি থেকে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে নগরীর গণকপাড়া থেকে তাদের আটক করা হয়।
রাজশাহীতে অবস্থান কর্মসূচি থেকে বিএনপির ৫ নেতা আটক
আটকরা হলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সহকারী অধ্যাপক মোজাফফর হোসেন, চারঘাট উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কামরুজ্জামান মৃধা, শলুয়া ডিগ্রি কলেজের শিক্ষক এমদাদুল হক ও বাঘা উপজেলার হরিরামপুর এলাকার স্বপন।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহীতে অবস্থান কর্মসূচি থেকে বিএনপির ৫ নেতা আটক
তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি, নিত্যপণ্যের মূল্যহ্রাস ও ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছিল। এসময় পুলিশের অনুমতি ছাড়াই নগরীর গণকপাড়া মোড়ে রাস্তার ওপরে অবস্থান কর্মসূচি পালন করায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ পাঁচজনকে আটক করে পুলিশ।
রফিকুল আলম বলেন, তারা বেআইনিভাবে সমাবেশ করছিলেন। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়। তাই তাদের আটক করা হয়েছে।
এ বিষয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব হারুন আর রশিদ বলেন, এভাবে ভয়ভীতি দেখিয়ে আন্দোলন থামানো যাবে না। প্রশাসনের এমন আচরণ দেশের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেন তিনি।