1. mahadihasaninc@gmail.com : admin : Md Salman
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
রাজধানীর বঙ্গমার্কেটে পুড়ছে চোখের সামনে  ব্যবসায়ীদের স্বপ্ন - dailybanglarpotro
  • January 19, 2025, 2:26 am

রাজধানীর বঙ্গমার্কেটে পুড়ছে চোখের সামনে  ব্যবসায়ীদের স্বপ্ন

  • Update Time : Tuesday, April 4, 2023
  • 435 Time View

ডেইলি বাংলারপত্র: স্টাফ রিপোর্টার রোজী আক্তার হ্যাপী, চোখের সামনে পুড়ছে ব্যবসায়ীদের স্বপ্ন রাজধানীর বঙ্গমার্কেটে ভোর থেকেই জ্বলছে আগুন, এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন ছড়িয়ে পড়ছে পাশের এনেক্সকো মার্কেটসহ কয়েকটি ভবনে। পুলিশ হেডকোয়ার্টার্সের দেয়াল ঘেঁষেও জ্বলছে আগুন।

সর্বশেষ খবর পেতে ডেইলি বাংলারপত্রের গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তীব্র এই আগুনের দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আসন্ন ঈদ উপলক্ষে তোলা নতুন সব কাপড়। নিজেদের সব সম্বল চোখের সামনে পুড়তে দেখে কেউই ঠিক রাখতে পারছেন না নিজেকে। ব্যবসায়ীদের কেউ কেউ করছেন আহাজারি, কেউবা চেষ্টা করছেন ভেতরে যাওয়ার।

আগুনের দাবানলে শুধু কাপড় পুড়ছে তা নয়। অনেক ব্যবসায়ীরা তাদের মাল কেনার টাকাও পুড়ছে বলে জানান। অনেকেই বের করতে পারেনি ঈদের মাল কেনার জন্য জমানো টাকা। বঙ্গবাজার মার্কেটটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ১০ বার নোটিশবঙ্গবাজার মার্কেটটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ১০ বার নোটিশ বঙ্গবাজারের কাপড় ব্যবসায়ী সিদ্দিক বলেন, আমাদের সব তো পুড়ে যাচ্ছে ভাই, চোখের সামনেই আমাদের স্বপ্ন, ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। আকন্দ নামের আরেক ব্যবসায়ী বলেন, বরিশাল প্লাজার পাঁচ তলায় আমার গোডাউন ছিল, সব তো পুইড়া শেষ হয়ে যাচ্ছে। আমার সব শেষ।

অগ্নিকাণ্ড: সুষ্ঠু তদন্ত চান রওশন এরশাদ ঈদের জন্য ১৫ লাখ টাকার মালামাল কিনেছিলেন লাবিব গার্মেন্টেসের স্বত্বাধিকারী লিমন বেপারী। পুড়ে গেছে তার সব মালামাল।

সিদ্দিক, আকন্দ কিংবা লিমন নয় এমন শত শত ব্যবসায়ীর কান্নায় ভারী হয়ে উঠেছে বঙ্গবাজার -গুলিস্থান এলাকা। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর থেকেই কাজ করছেন তারা। সঙ্গে যুক্ত হয়েছে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী।

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সদস্যসহ আহত ৮বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সদস্যসহ আহত ৮ আগুন থেকে রক্ষা পেতে মালামাল সরাতে চেষ্টা করছেন ব্যবসায়ীরা। ঘটনাস্থল থেকে উৎসুক জনতাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন র‍্যাব, আনসার, পুলিশ ও বিজিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category