ডেক্স:নিউজ এসএম রুবেল: রোজার মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। কেউ দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য পরিস্থিতির ওপর নির্ভর করে মোবাইল কোর্টের ব্যবস্থা রাখা হয়েছে।
সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে এমন নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো.মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিব জানান,বাজারে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন,‘বাজার মনিটরিংয়ে নানা সীমাবদ্ধতা রয়েছে। তবে রমজানে যেন কিছুতেই জিনিসপত্রের দাম কৃত্রিমভাবে বাড়ানো না হয় সে ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রয়োজনে মোবাইল কোর্টের ব্যবহারও করা হবে।এছাড়াও বাড়তি দাম নেওয়া হলে জরুরীভাবে কর্তৃপক্ষকে দ্রুত অবগত করতে হবে।