আনোয়ার হোসেন রংপুর জেলা প্রতিনিধি:রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুরের ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস উপলক্ষে শহিদদের স্মৃতির প্রতি “রক্ত গৌরব” স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিভাগীয় প্রশাসনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আবু জাফর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), রংপুর।
জেলা প্রশাসন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর জেলা ইউনিট কমান্ডের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ড. চিত্রলেখা নাজনীন, জেলা প্রশাসক, রংপুর।
উপজেলা প্রশাসনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নুর নাহার বেগম, উপজেলা নির্বাহী অফিসার, রংপুর সদর।
এরপর জনপ্রতিনিধিগণ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক সংগঠন, সাংবাদিকবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ শ্রদ্ধা জানান।