চাঁপাইনবাবগঞ্জ যুব মহিলা লীগে প্রায় দশ বছর ধরে রাজনীতি করে আসা ১২ জন নেতা-কর্মী কে কাগজ কলমে পদবী নেই উল্লেখ করায় তোপের মুখে সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা , নেতা কর্মীদের দাবি এক মাসের মধ্যে তালিকা দেখাতে না পারলে চাই তারা কাউন্সিলিং এর মাধ্যমে নতুন কমিটি। জানা যায় ,(৬ জুলাই) সকাল সাড়ে ৯ টায় শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী চলাকালীন চাঁপাইনবাবগঞ্জ যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা ১২ জনকে উল্লেখ করে বলেন আপনারা পূর্বে পদ ছিলেন বর্তমানে কাগজ কলম আপনাদের কোন পদবী নেই এমন মন্তব্যে নেতাকর্মীর তোপের মুখে সভাপতি l নেতাকর্মীরা জানান, চাঁপাইনবাবগঞ্জে কমিটি হওয়ার পর থেকে আমাদের যুব মহিলা লীগের কমিটিতে যারা আছে তারা কেউ নাকি পূর্ণাঙ্গ কমিটি আজ পর্যন্ত চোখেই দেখেনি ।
ভুক্তভোগী বিউটি আক্তার জানান, কিছুদিন আগের জেম হত্যা ঘটনা নিয়ে প্রতিবাদ করাই তাদের সাথে এমনটা হয়েছে, যুব মহিলা লীগের সভাপতি – সেক্রেটারি পকেট কমিটি করে ঘরে লুকিয়ে রেখে আমাদের কে মিথ্যে মিথ্যে কথা বলে যুব মহিলা লীগের প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের কে নিয়ে গেছে আমার এটার বিচার চাই । ভুক্তভোগী সুলতানা পারভিন প্রতিবেদককে বলেন, সাবেক যুবলীগ নেতা জেম হত্যার যুব মহিলা লীগের ব্যানারে প্রতিবাদ করায় আমাদের সাথে এমনটা হয়েছে আমরা গ্রুপিং এর মধ্যে পড়ে গেছি এতদিন দল করে আজ পর্যন্ত তেমন কিছুই পাইনি যদি আমাদেরকে এভাবে দল থেকে বের করে দেওয়া হয় তাহলে আমরা কাউকে ছেড়ে দেবো না এর যথাযথ বিচার আমরা করেই ছাড়বো।
আকসানা খাতুন সহ আরো কয়েকজন ভুক্তভোগী জানান, আমরা দীর্ঘদিন ধরে যুব মহিলা লীগের সাথে তৃণমূল থেকে রাজনীতি করে আসছি আমাদের শুধু ব্যবহার করা হয়েছে তা বাদে কোন সুযোগ-সুবিধা পায়নি সভাপতি সেক্রেটারি কাছ থেকে আমরা ঢাকায় কাউন্সিলিং করেছি প্রোগ্রামে সব সময় উপস্থিত থেকেছি তারপরও যদি আমাদেরকে বলে আমাদের পথ নেই এটা আমরা মেনে নিতে পারবো না আমরা নতুন কাউন্সেলিং এর মাধ্যমে ভালো নেতৃবৃন্দকে দেখতে চাই এ বিষয়ে অভিযুক্ত অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা কে একাধিকবার ফোন করলে তিনি প্রতিবেদকের ফোন রিসিভ করেননি।
পৌর যুব মহিলা লীগের সভাপতি জুই আক্তার জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী চলাকালীন ১০-১২ জনকে জেলা কমিটির সভাপতি সুলতানা আপা কাগজ-কলমে পদ নেই উল্লেখ করাই একটা ঝামেলার সৃষ্টি হয় তা বাদে ঐখানে অন্য কোন ঘটনা সাথে কোন সম্পৃক্ততা নেই কারো যে ১০-১২ জনের সাথে এরকম অন্যায় করা হচ্ছে তারা দীর্ঘদিন ধরে যুব মহিলা লীগের ব্যানারে রাজনীতি করে আসছিল তাদের সাথে এটা ঠিক করেনি এটার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।