স্টাফ রিপোর্টার : যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান পৃষ্ঠপোষক এবং গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সাবেক পরিচালক কুলিয়ারচর গ্রুপের সম্মানিত চেয়ারম্যান , সিআইপি, মরহুম মুসা মিয়া’র আজ ছিল দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও কোম্পানির পৃষ্ঠপোষক ও অন্যতম প্রতিষ্ঠাতা মাননীয় বস্ত্র ও পার্ট মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক মহোদয়ের কনিষ্ঠপুত্র গাজী গোলাম আসরিয়া বাপ্পি’ কানাডায় চিকিৎসাধীন রয়েছেন তার আরোগ্য কামনায় বিশেষভাবে দোয়া করা হয় এই উপলক্ষে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর প্রধান কার্যালয়ে আয়োজন করা হয়, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ বদরুল আলম, সভাপতিত্ব করেন জনাব কামরুল হাসান খন্দকার, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, আরো উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব কামরুজ্জামান, জনাব খায়রুল মমিন কাজল উপ-ব্যবস্থাপনা পরিচালক, জনাব এম এম হোসাইন আহমেদ উপ-ব্যবস্থাপনা পরিচালক, জনাব মহিম উদ্দিন উপ-ব্যবস্থাপনা পরিচালক, আরো উপস্থিত ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের প্রধান জনাব মোঃ ছায়েদুল হক শামীম, জনাব মোজাম্মেল হক সারমান সিএফও, জনাব হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবলিখোন ইনচার্জ, ও মোহাম্মদ মোজাম্মেল হোসেন পলাশ এইচআর, এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির শতাধিক উন্নয়ন কর্মী ও কর্মকর্তাবৃন্দ এবং প্রধান কার্যালয়ের কর্মরত সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, অনুষ্ঠানে সিআইপি মরহুম মুসা মিয়ার, জীবনী সম্পর্কে নানা দিক নিয়ে আলোচনা করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান । মিলাদ শেষে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।