বাঘের হাট প্রতিনিধিঃ মোড়লগঞ্জের তাঁতী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিতমোড়লগঞ্জে তাঁতী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১৯মার্চ) সকালে দিনটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা ও পৌর তাঁতী লীগের নেতাকর্মীরা।
পুষ্পমাল্য অর্পণ শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা তাঁতী লীগের সভাপতি হাসানুজ্জামান বাবু ও সাধারণ সম্পাদক এইচ এম শহিদুল ইসলাম পৌর তাঁতিলীগের সভাপতি এ্যাডঃ খাঁন আমজাদ হোসেন সাধারণ সম্পাদক আরিফ তালুকদার ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা তাঁতীলীগ ও পৌর তাঁতী লীগের ১৬ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া সন্ধ্যায় উপজেলা ও পৌর তাঁতীলিগের অস্হায়ী দলীয় কার্যালয়ে তাঁতী লীগের আয়োজনে দিনটি উপলক্ষে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।