নিজস্ব প্রতিবেদক: আগামী ২১ জুন ২০২৩ আসন্ন রাজশাহী সিটি করর্পোরেশন নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন কে মেয়র হিসাবে পুনরায় নির্বাচিত করার লক্ষ্যে বাংলাদেশ যুবলীগ, রাজশাহী জেলা শাখার উদ্যোগে প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলববার সকাল ১১ টার দিকে জেলা যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টুর নেতৃত্বে নগরীর লক্ষ্মীপুর মোড় ও কাঁচা বাজার এলাকায় এ প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ নৌকা প্রতিকে ভোট দিয়ে এ এইচ এম খায়রুজ্জামান লিটন কে মেয়র হিসাবে পুনরায় নির্বাচিত করার লক্ষে প্রচার প্রচারণাসহ উন্নয়ন মুলক কর্মকান্ড অব্যাহত রাখার অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সহসভাপতি মোজাহিদ হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, সামাউল ইসলাম, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুজ্জামান রফিক, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. মুছা, উপ-প্রচার সম্পাদক শাহাদত হোসেন পিন্টু, উপ-দপ্তর সম্পাদক নয়ন আকতার, সহসম্পাদক সেলিম জাহাঙ্গীর, সদস্য মাসুদ রানা পিন্টু, মুক্তার হোসেনসহ জেলা যুবলীগ নেতুবুন্দ।