মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃজয়পুরহাটে মাদক মামলায় হারুনুর রশিদ নামে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৩ অক্টোবর ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ ও স্পেশাল ট্র্যাইবুন্যাল ৫ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌসলি নৃপেন্দ্র নাথ মণ্ডল।
দণ্ডপ্রাপ্ত হলেন- বগুড়া সদরের কারমাইকেল রোড মালগ্রামের মৃত আবু তাহেরের ছেলে এসএম হারুনুর রশিদ ওরফে টুটুল (৪২)।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ৮ জানুয়ারী ভোরে পাঁচবিবি উপজেলার বেড়াখাই সড়কে স্কুল ব্যাগে রাখা ৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ হারুনুর রশিদ ওরফে টুটুলকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে JTV PRES ও বজ্রশক্তি PRESS দুইটি আইডি কার্ড, পালসার মোটরসাইকেল জব্দ করে।
এরপর ওই দিনই গোয়েন্দা পুলিশের (ডিবি) এস আই আনিছুর রহমান বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন। পরবর্তীতে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা আনিছুর রহমান ২০২১ সালের ৩১ জানুয়ারী আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।
মামলার সরকারি পক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি। আর আসামী পক্ষের আইনজীবী ছিলেন রায়হান নবী।