নিজস্ব প্রতিবেদক:আজ ১৬ ডিসেম্বর ২০২৩ “মহান বিজয় দিবস”। এ দিবস উপলক্ষ্যে সকাল ৭.৩০ টায় রাজশাহী কোর্ট শহীদ স্মৃতিস্তম্ভে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার মহোদয় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে পুস্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে পুলিশ কমিশনার মহোদয় পুলিশ লাইন্স মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর পুলিশ কমিশনার মহোদয় রাজশাহী পুলিশ লাইন্স বদ্ধভূমিতে মহান মুক্তিযুদ্ধে পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে আত্মত্যাগকারী শহীদ বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে পুস্পস্তবক অর্পণ করেন এবং মুক্তিযুদ্ধে আত্মদানকারী পুলিশ সদস্যসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম ও উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীনসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।