স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আমিনুল হক শামীম সিআইপি’র সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করেন লুসী আক্তারী মহল, সভাপতি, ময়মনসিংহ উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
আজ ৬ মার্চ, ২০২৪ ময়মনসিংহ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড ঢোলাদিয়া, শেখ ইব্রাহিম সড়কে অবস্থিত পাটজাত পণ্য তৈরি ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম এর প্রতিষ্ঠান “গোধূলি সিবিপি” তে ৫০ জন দুঃস্থ নারী কর্মীর মাঝে তিনি এই উপহার সামগ্রী বিতরণ করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন ” গোধূলি সিবিপি ” নামক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বিভাগীয় জয়িতা সৈয়দা সেলিমা আজাদ এবং মসিকের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর (১নং ওয়ার্ড) আকিকুন নাহার। সৈয়দা সেলিমা আজাদ গণামাধ্যমকে বলেন, ময়মনসিংহ চেম্বার অফ কমার্সের সহযোগিতায় প্রতিবছর আমাদের কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পবিত্র ইদুল ফিতরের প্রারম্ভে ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী, ময়মনসিংহ চেম্বার অব কমার্স, উইমেন চেম্বার ও গোধূলি সিবিপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।