1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
ময়মনসিংহে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে ‘রাজনৈতিক সম্প্রীতির উন্নয়ন’ বিষয়ে সিভিল সোসাইটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত - dailybanglarpotro
  • July 27, 2024, 8:02 am

শিরোনামঃ
উত্তাল রাজশাহী অগ্নিসংযোগ,খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল ধাওয়া পাল্টা ধাওয়া রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কী রাজাকারের নাতিপুতিরা পাবে? ঠিকাদার এমদাদুল হকের কাছ থেকে ১১ লক্ষ টাকা ফেরত ফেতে আদালতের দ্বারস্থ হলেন হোসেন রাজশাহীতে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের প্রতিনিধি বাছাই মুক্তিযুদ্ধে শরণার্থী শিবিরে ভারতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত আলমগীরের প্রতিষ্ঠান ভাংচুর করে সন্ত্রাসী বাহিনী রাজশাহীতে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বাছাই পর্ব ১০ জুলাই নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের মাধ্যমে দেশকে ফাস করার দায়ে অভিযুক্ত দেশের সনামধন্য ৬ জন পিএসসির কর্মকর্তা নাটোরে বিএনপি নেতা বাচ্চুকে প্রকাশ্যে কুপিয়ে জখম, কোয়েলসহ ৯ জন কারাগারে

ময়মনসিংহে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে ‘রাজনৈতিক সম্প্রীতির উন্নয়ন’ বিষয়ে সিভিল সোসাইটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : Monday, May 29, 2023
  • 243 Time View

স্টাফ রিপোর্টারঃ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, ময়মনসিংহ এর উদ্যোগে ২৯-০৫-২০২৩ সোমবার দিনব্যাপী নগরীর একটি কনভেনশন হলে”রাজনৈতিক সম্প্রীতির উন্নয়ন” বিষয়ক অ্যাডভোকেসি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সিভিল সোসাইটি সহ অন্যান্য সেক্টরের প্রতিনিধিগণেরর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷

মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম, ময়মনসিংহের সভাপতি ও আওয়ামী লীগের পলিটিক্যাল ফেলো সুমন চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে এমএএফ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক দিলরুবা সারমিন এর সঞ্চালনায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও সিভিল সোসাইটির সমন্বয়ে গঠিত মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের নেতৃবৃন্দের মধ্যে এমএএফ সাধারণ সম্পাদক ও বিএনপির ফেলো জামাল উদ্দিন আহমেদ, এমএএফ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আনোয়ারা খাতুন, এমএএফ সহ-সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক এ.কে.এম মাহবুবুল আলম, এমএএফ সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন, এমএএফ উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক ওয়াহিদুজ্জামান আরজু প্রমুখ বক্তব্য রাখেন।


এমএএফ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় ধারণাপত্র উপস্থাপন করেন জাতীয় পার্টির ফেলো ও এমএএফ কোষাধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ এবং বিএনপির ফেলো ও এমএএফ দপ্তর সম্পাদক ফারিয়া তাসনিম তিথি।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন ডিআইয়ের রিজিওনাল ম্যানেজার নার্গিস আক্তার।
এমএএফ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, এনটিভির স্টাফ রিপোর্টার আইয়ুব আলী, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার রকিবুল হাসান রুবেল, আমাদের অর্থনীতির স্টাফ রিপোর্টার মো: আব্দুল হাফিজ, ওপেন প্রেস এর চেয়ারম্যান সাংবাদিক রওশন ঝুনু, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমদাদুল হুদা, ময়মনসিংহ জেলা ক্যাবের সাধারণ সম্পাদক জি এম রহমান ফিলিপ, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ- সভাপতি শংকর সাহা, লেফটেন্যান্ট কর্নেল অধ্যক্ষ (অব.) ড. শাহাবুদ্দিন, অধ্যক্ষ নুরজাহান পারভীন , এনজিও কর্মকর্তা মনোয়ারুল ইসলাম সেলিম, ময়মনসিংহস্থ নেত্রকোনা সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জহিরুল ইসলাম খান জামাল, লেখক ও গবেষক স্বপন ধর, চিকিৎসক নেতা ডা: অরূপ রতন পাল, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুজ্জামান, এড. রফিকুল ইসলাম, বাচিকশিল্পী আফরিন জাহান লামিয়া, অভিনেত্রী দীপশিখা খান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী এম এ জিন্নাহ, মানবাধিকার কমিশন ময়মনসিংহের সভাপতি আবুল কালাম ভূঁইয়া, সমাজকর্মী শামীম আশরাফ, নারী উদ্যোক্তা সুরাইয়া ইয়াসমিন রিতু, ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফফর আহমেদ, পরিবেশ আন্দোলনের সংগঠক প্রভাষক হাসনাত জামান সবুজ, স্বেচ্ছাসেবী সংগঠক প্রভাষক মাহবুবুল আলম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিউনাল কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিক প্রমুখ।

মতবিনিময় সভায় উপস্থিত প্যানেল আলোচকগণ ময়মনসিংহের রাজনৈতিক সম্প্রীতির উন্নয়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে এই ধরণের সময়োপযোগী ও কার্যকর মতবিনিময় সভার ভূয়সী প্রশংসা করেন এবং প্যানেল আলোচক সহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডাগণ ঐক্যমত পোষণ করে বলেন, জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন ;তাই রাজনৈতিক দ্বন্দ্ব- সংঘাত -সহিংসতামুক্ত এবং পরমতসহিষ্ণুতা ও রাজনৈতিক সহাবস্থান বজায় রাখার জন্য সিভিল সোসাইটির সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের নিবিড় যোগাযোগ একান্তভাবে প্রয়োজন।
মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম ময়মনসিংহের নেতৃবৃন্দও সিভিল সোসাইটির সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয় বৃদ্ধিতে এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category