স্টাফ রিপোর্টার: বিভাগীয় নগরী ময়মনসিংহে ০৩ নভেম্বর রবিবার ২০২৪, আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে আমিও জিততে চাই ক্যাম্পেইনের আওতায় “নাগরিক আকাঙ্খা” শীর্ষক কর্মসূচি স্থানীয় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নাগরিক আকাঙ্খা বিষয়ক আলোচনায় সঞ্চালনা করেন মাল্টি পার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ), ময়মনসিংহের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ ও স্বাগত বক্তব্য প্রদান করেন এমএএফ এর দপ্তর সম্পাদক ফারিয়া তাসনিম তিথি।
অনুষ্ঠানে নাগরিক সমস্যা বিষয়ে জনসচেতনতামূলক নাটিকা,স্পট কুইজ, স্থানীয় সমস্যা সংক্রান্ত নির্ধারিত বিষয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও অনুষ্ঠান চলাকালীন সময়ে বুথে/স্টলে ভিডিও মেসেজ রেকর্ডিং সহ বিভিন্ন আকর্ষণীয় ও জনসচেতনতামূলক ইভেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্যানেল আলোচকবৃন্দ— সবার জন্য নিরাপদ নাগরিক সেবা প্রদান, নাগরিক সেবা নিশ্চিতকরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা, টেকসই অবকাঠামোগত উন্নয়ন, জনগণ ও রাজনৈতিক দলগুলোর স্থানীয় সমস্যা নিরসনে করণীয়, সামাজিক-
রাজনৈতিক- সাংস্কৃতিক – স্বেচ্ছাসেবী – ধর্মীয়- প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সর্বজনীন সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে উন্মুক্ত আলোচনা ও সুপারিশমালা উপস্থাপন করেন।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত নাগরিক আকাঙ্খা শীর্ষক কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংস্থা , এনজিও, উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ, ছাত্র প্রতিনিধি, মাল্টি পার্টি এডভোকেসি ফোরাম, নারীর জয়ে সবার জয়ে নেটওয়ার্ক, ডিআই ফেলো ও মাস্টার ট্রেইনার সহ বিভিন্ন স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।
নির্ধারিত ইস্যুতে প্যানেল আলোচক হিসেবে উল্লেখযোগ্যদের মধ্যে শান্তি মিত্র সংস্থার নির্বাহী পরিচালক সুবর্ণা পলি দ্রং, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের কর্মকর্তা সাদাদ মো: সায়েম, সমাজ উন্নয়ন সংস্থা অন্যচিত্রের প্রতিনিধি মোস্তফা মো: খাইরুল আলম তুহিন, স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র কর্মকর্তা কথা আক্তার সহ বিদগ্ধ আলোচকবৃন্দ উপস্থিত হয়ে জনগুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আগত প্যানেল আলোচকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান / সংস্থার স্টেকহোল্ডারগণকে সফল অনুষ্ঠান উপহার দেওয়ায় সার্বিক সহযোগিতার জন্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনারের সিনিয়র রিজিওনাল ম্যানেজার নার্গিস আক্তার ও সিনিয়র রিজিওনাল কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।