স্টাফ রিপোর্টার: কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ক্যাব) ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ২৫/৮/২০২৩ রোজ শুক্রবার ক্যাব কেন্দ্রীয় কমিটি ঘোষিত দেশব্যাপী এডিস মশা নিধনে ভোক্তা সচেতনামূলক প্রচারাভাযিন অনুষ্ঠিত হয়েছে। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ক্যাব) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এম এ কাশেমের সভাপতিত্বে ডেঙ্গু মশা নিধনে ভোক্তা সচেতনামূলক প্রচারাভিযান ময়মনসিংহ বিভাগের বিভাগীয় নগরীর কেন্দ্রস্থল শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে সকাল ৮ টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
ক্যাব ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন ক্যাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম রহমান ফিলিপ।
ক্যাব ময়মনসিংহ জেলা আয়োজিত ভোক্তা সচেতনামূলক প্রচারণায় ময়মনসিংহ জেলা শাখার সহ- সভাপতি এড. আব্দুল মোতালেব লাল, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইমদাদুল হুদা, জেলা ডিবেটিং সোসাইটির সভাপতি আবুল কালাম আজাদ সহ ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ ও বিভিন্ন স্টেকহোল্ডারগণ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
ক্যাব ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দ ও উপস্থিত স্টেক লহোল্ডারগণ ঐক্যমত পোষণ করেন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি আমাদের ব্যক্তি পর্যায়েও এডিস মশা নিধন তথা ডেঙ্গু সচেতনতায় যথাযথ ভূমিকা পালন করতে হবে।
পরবর্তীতে জয়নুল আবেদীন পার্কের বিপুল সংখ্যক প্রাতঃভ্রমণকারীদের মাঝে জেলা ক্যাব নেতৃবৃন্দ ময়মনসিংহ জেলা ক্যাবের পক্ষ থেকে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
ক্যাব ময়মনসিংহ জেলা কমিটি কর্তৃক ডেঙ্গু সচেতনামূলক প্রচার অভিযানে উপস্থিত সুধী সমাজের নেতৃবৃন্দ ভোক্তাদের অধিকার রক্ষায় জাতীয় সংগঠন ক্যাবের বয়সী প্রশংসা করে বলেন, বিদ্যুৎ- গ্যাস -তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যৌক্তিক মূল্য নির্ধারণ সহ ভেজাল-দুর্নিতী সহ সমাজের যেকোনো অসংগতির বিপক্ষে ক্যাব সক্রিয় অবস্থান জানান দিয়ে ইতিবাচক ভূমিকা পালন করছে।