1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
ভৈরব আমলাপাড়ার মহিলা মাসুদার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন প্রবাসীর স্ত্রী - dailybanglarpotro
  • December 14, 2024, 1:31 am

শিরোনামঃ
Riport md Salman khan আলু-পেঁয়াজের মূল্যবৃদ্ধি ও খোলা তেল বিক্রির প্রতিবাদে ক্যাবের উদ্যোগে ময়মনসিংহে মানববন্ধন ও র‍্যালি এবং ডিসির মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবর স্মারকলিপি ভালুকায় বিরোধপূর্ণ জমির ধান বিক্রির অভিযোগ তানোরে জোরপূর্বক এসটিডব্লিউ স্কিমে সেচের প্রতিবাদ করায় প্রাণ সংশয়ে মালিক জাতীয় সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার শুভ উদ্বোধন রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (BOMA)’র নতুন সাংগঠনিক সম্পাদক নাজমা সুলতানা নীলা রাজশাহীর দূর্গাপুরে সরকারি জলাশয় দখলের অভিযোগ বাঘায় গলাকাটা মরদেহ উদ্ধার করেন পুলিশ 

ভৈরব আমলাপাড়ার মহিলা মাসুদার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন প্রবাসীর স্ত্রী

  • Update Time : Sunday, April 16, 2023
  • 431 Time View

আতিকুল ইসলামঃ স্টাফ রিপোর্টারঃ প্রেমের ফাঁদে ফেলে কিশোরগঞ্জের কুলিয়ারচরের সৌদি প্রবাসী আতিক হাসান নিলয় ওরুফে জুমন এর নিকট থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে স্বামীর পক্ষ নিয়ে ভৈরবের এক নারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন স্ত্রী জান্নাতুন্নেছা।

শনিবার (১৫এপ্রিল) দুপুরে কুলিয়ারচর বাজারস্থ বীরপ্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পিরপুর গ্রামের মৃত মো. জুলহাস মিয়ার পুত্র সৌদি প্রবাসী আতিক হাসান নিলয় ওরুফে জুমন এর স্ত্রী জান্নাতুন্নেছা (২২) লিখিত বক্তব্য পাঠ করে বলেন, একই জেলার ভৈরব উপজেলার মৌটুপী গ্রামের (বর্তমানে বাসা ভৈরব আমলাপাড়া) আনোয়ার হোসের মেয়ে মাসুদা আক্তারের (৩০) সাথে প্রায় এক বছর আগে ফেসবুকে তার স্বামী আতিক হাসান নিলয়ের পরিচয় হয়। পরিচয়টি গভীর থেকে গভীতম হওয়ার সুবাদে মাসুদা আক্তার তার প্রবাসী স্বামী নিলয়কে কথার ছলে বিভিন্নভাবে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন সময় আতিক হাসান নিলয়ের নিকট থেকে বিভিন্ন প্রয়োজনের কথা বলে মাসুদা আক্তারের ব্যবহৃত বিকাশ নাম্বারে ও তার বাড়ির সামনে থাকা একটি বিকাশের দোকানের একটি নাম্বারের মাধ্যমে পর্যায়ক্রমে টাকা নেওয়া শুরু করে। এই ভাবে তার স্বামীর নিকট থেকে প্রায় ৩ লক্ষ টাকা হাতিয়ে নেয় মাসুদা আক্তার।

জান্নাতুন্নেছার স্বামী নিলয় তার পাঠানো টাকা ফেরত চাইলে মাসুদা আক্তার বিভিন্ন অযুহাত দেখিয়ে তাকে ঘুরাইতে থাকে। টাকা চাওয়ার পর থেকে নিলয়ের নামে মিথ্যা মামলা করে হয়রানী করবে বলে হুমকী দিয়ে আসছে মাসুদা আক্তার। পরস্পর তিনি জানতে পারেন দুই তিন দিন আগে তার স্বামীর বিরুদ্ধে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে মাসুদা আক্তার। বর্তমানে তাকেও বিভিন্ন প্রকার হুমকী ধামকি দিয়ে আসছে মাসুদা। এছাড়া মাসুদা আক্তার ইদানীং আতিক হাসান নিলয়ের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ফেইসবুক আইডি খুলে এসব আইডি থেকে মিথ্যা অপ্রচার করে আসছে বলেও জানান। জান্নাতুন্নেছা তার স্বামীর পক্ষ থেকে ভৈরব থানায় দাখিলকৃত মিথ্যা অভিযোগ ও ফেসবুকে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি টাকা উদ্ধারের সুব্যবস্থা করে দেওয়ার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।

এব্যাপারে শনিবার দুপুরে আতিক হাসান নিলয়ের দেওয়া তথ্য মতে দোকানদারের ০১৭১৮৬–৫৯৪ নাম্বারে একাধিকবার ফোন করা হলেও কেউ ফোন রিসিভ করেননি। কিছুক্ষণ পর ওই নাম্বার থেকে কলকরে আমার সাথে যোগাযোগ করে একটি পুরুষকন্ঠে মিজানুর রহমান পরিচয় দিয়ে বলেন, এটা তার ব্যবহৃত নাম্বার। তার বাড়ি ভৈরবে নয়। তবে তার বাড়ি কোথায় জানতে চাইলে তিনি আর কোন উত্তর না দিয়ে মোবাইল ফোনটা কেটে দেন।

এব্যাপারে শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে আতিক হাসান নিলয়ের দেওয়া তথ্য মতে মাসুদা আক্তারের ব্যবহৃত ০১৮৩৬২–৩২২ নাম্বারে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category